Raju Dar Pocket Paratha: নিজের অফিসিয়াল পেজ থেকে সকলের কাছে ক্ষমা চাইলেন রাজুদা। সম্প্রতি একটি ভিডিয়োতে আবেগের বশে বিতর্কিত মন্তব্য করে ফেলেন শিয়ালদার এই স্বনামধন্য় পরোটা বিক্রেতা। সেই কথাগুলি ক্যামেরাবন্দি করেন এক ব্লগার। পরে ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়েছিল কথাগুলি। কমেন্টে তীব্র সমালোচনার শিকারও হতে হয় রাজুদাকে। এবার এই আলটপকা কথা বলার জন্য়ই ক্ষমা চাইতে বাধ্য হলেন তিনি। গুমার রাজু ঘোষ নিজের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিয়ো আপলোড করেছেন রবিবার। সেখানেই ক্ষমা চেয়েছেন তিনি।
আরও পড়ুন - দেখেছেন তো অনেকবার, কলকাতার ট্যাক্সির রং হলুদ কেন বলুন তো? আসল গল্পটা চমকে দেবে
কী বলছিলেন ভিডিয়োতে
এখন আর তিনটে পরোটা কুড়ি টাকায় বিক্রি করছেন না রাজুদা। শিয়ালদার এই পরোটা বিক্রেতার দাবি, আগের থেকে সাইজে বড় পরোটা বানাচ্ছেন তিনি। তাই দাম বাড়িয়ে তিরিশ টাকা করা হয়েছে। কিন্তু কোনও কোনও গ্রাহকের কাছ থেকে রাজুদাকে ৪০ টাকাও নিতে দেখা গিয়েছে। একেক জনের থেকে একেকরকম দাম নিচ্ছেন কেন? এই প্রসঙ্গেই প্রশ্ন করেছিলেন এক ব্লগার। তাঁর উত্তরে রাজুদার বলা কথা ভাইরাল হয়ে যায়। রাজুদাকে ওই ভাইরাল ভিডিয়োতে বলতে শোনা যায়, আপেল যেমন কারও কাছে ১০০ টাকা কেজি, আবার কারও কাছে ১২০ টাকা কেজি, তেমনই দাম নিচ্ছেন তিনি। যারা পুরনো কাস্টমার, যাদের সামর্থ্য নেই, তাদের থেকে ৩০ টাকাই নিচ্ছেন রাজুদা। কিন্তু যারা নতুন মুখ, বাইরে থেকে আসছেন, ভাইরাল হওয়ার পর খেতে আসছেন, তাদের থেকে ৪০ টাকা করে দাম নেওয়া হচ্ছে।
আরও পড়ুন - পরোটা বিক্রি ছেড়ে কি ফুড ব্লগিংয়ে মন রাজুদার? কী বললেন HT বাংলাকে
নেটদুনিয়ায় তীব্র সমালোচনার শিকার
এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই নেটদুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হতে হয় রাজুদাকে। প্রশ্ন ওঠে, কেন একেকজনের থেকে একেকরকম দাম নিচ্ছেন রাজুদা। তাহলে কি তার মতো সহজ সরল মানুষটিও অসাধু ব্যবসায়ী হয়ে গেল? বহু নেটিজেন মন্তব্য করেন, ‘রাজুদার অহংকার বেড়ে গিয়েছে।’, ‘এই তো আসল রূপ, রাজুদাই ব্যবসা করছে’, ‘এবারে আখের গোছাতে শুরু করেছে রাজুদা’, ‘ভাইরাল হলে মানুষের এমনই অহংকার বেড়ে যায়, রাজুদা সেই ফাঁদে পা দিল।’
হাতজোড় করে ক্ষমা চাইলেন শেষে
বিতর্কিত সেই কথাগুলির জন্য এবার ক্ষমা চাইলেন রাজুদা। জানালেন, আবেগের বশে তিনি কথাগুলি বলে ফেলেছেন। দাম এবার থেকে ৩০ টাকাই নেওয়া হবে। দাম বাড়ানোর পিছনে একাধিক যুক্তি দিতে দেখা যায় রাজুদাকে তিনি বলেন, ময়দা থেকে তেল সবকিছুর দাম বাড়ছে। পরোটা আগের থেকে বড় করা হয়েছে। তাই দাম বাড়িয়েছেন। তবে আগের মতো আনলিমিটেড তরকারি পাওয়া যাবে। সঙ্গে থাকবে কাঁচালঙ্কা ও ‘আপেল’ পেঁয়াজ। কিন্তু পরোটা হঠাৎ বড় করা হল কেন, তা জানাননি রাজুদা। অন্যদিকে, জিনিসের দাম বাড়লেও শিয়ালদার অন্য়ান্য পরোটা বিক্রেতারা পরোটার দাম একই রেখেছেন।