Raju Srivastava post mortem: এইমসের ফরেন্সিক মেডিস... more
Raju Srivastava post mortem: এইমসের ফরেন্সিক মেডিসিনের প্রধান চিকিৎসক সুধীর গুপ্তাকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে রাজু শ্রীবাস্তবের পোস্ট মর্টেম ‘ভার্চুয়াল অটোপসি’ র মাধ্যমে একটি অভিনব প্রযুক্তিতে করা হয়েছে।
1/4৫৮ বছর বয়সে রাজু শ্রীবাস্তবের প্রয়াণ কার্যত মন থেকে মেনে নিতে পারছেন না তাঁর বহু গুণমুগ্ধ। কমেডি কিং এর এমন জীবনাবসানে শোকস্তব্ধ দেশ। টানা ৪০ দিন এইমস-এ ভর্তি ছিলেন তিনি। চলেছে জীবনমরণ সংগ্রাম। বহু মিডিয়া রিপোর্ট বলছে রাজু শ্রীবাস্তবের দ্বিতীয় কার্ডিয়াক অ্যারেস্টের ফলেই মৃত্যু হয়েছে। এদিকে, মৃত্যুর কারণ জানতে এইমসে এক অভিনব প্রক্রিয়ায় পোস্ট মর্টেম করা হয়। (HT Archives)
2/4রাজু শ্রীবাস্তবের পোস্ট মর্টেমের রিপোর্ট এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে, এইমসের ফরেন্সিক মেডিসিনের প্রধান চিকিৎসক সুধীর গুপ্তাকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে রাজু শ্রীবাস্তবের পোস্ট মর্টেম ‘ভার্চুয়াল অটোপসি’ র মাধ্যমে একটি অভিনব প্রযুক্তিতে করা হয়েছে। (Photo by Santosh Kumar /Hindustan Times)
3/4ভার্চুয়াল অটোপসি কী- বলা হচ্ছে, ভার্চুয়াল অটোপসির জন্য ‘১৫ থেকে ২০ মিনিট’ সময় লাগে। এই পদ্ধতিতে ডিসেকশন করা হয় না। এরপরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রাজুর পরিবারের তরফে মৃদুল শ্রীবাস্তব জানিয়েছেন, অচৈতন্য অবস্থায় যেহেতু তাঁর কাকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাই পোস্ট মর্টেমের প্রয়োজন হয়।
4/4গত ১০ অগস্ট কার্ডিয়াক অ্যারেস্টের সমস্যা নিয়ে এইমসে ভর্তি হন রাজু শ্রীবাস্তব। তখন থেকেই চলে লড়াই। পরিবার জানিয়েছে, বহু নামী রাজনীতিবিদ রাজুর স্বাস্থ্যের খবর নিয়েছেন। ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। যোগী আদিত্যনাথ পরিবারের সঙ্গে নিয়মিত কথা বলতেন। উল্লেখ্য, আজ রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য সম্পন্ন হবে নিগমবোধ ঘাটে। (ফাইল ছবি)