বাংলা নিউজ > টুকিটাকি > Miss Tamilnadu : দিনমজুরের সন্তান রক্ষায়া 'মিস তামিলনাড়ু'র শিরোপা জিতলেন, স্বপ্নের উড়ানের পরবর্তী লক্ষ্য কী?

Miss Tamilnadu : দিনমজুরের সন্তান রক্ষায়া 'মিস তামিলনাড়ু'র শিরোপা জিতলেন, স্বপ্নের উড়ানের পরবর্তী লক্ষ্য কী?

মিস তামিলনাড়ু রক্ষায়া

তামিলনাড়ুর তিরুকালুকুন্দ্রমের বাসিন্দা রক্ষায়া নিজের পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছিলেন। তবে মনে মনে স্বপ্ন বুনেছিলেন সৌন্দর্য প্রতিযোগিতার। ২০১৮ সালে তিনি মোনো অ্যাক্টিং প্রোগ্রামে যোগ দিয়েছিলেন। সেখানে সেরার শিরোপা নিয়ে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। তারপরই জেলাস্তরীয় পর্যায় থেকে বিউটি কনটেস্টে যোগ দেন তিনি।

এই ঘটনা কোনও রূপকথাকেও হার মানিয়ে দিতে পারে। এই কাহিনি তামিলনাড়ুর চেঙ্গলপেটেরে রক্ষায়ার। ‘ফরেভার স্টার ইন্ডিয়া’র সম্মানে ২০ বছরের রক্ষায়া মিস তামিলনাড়ু নির্বাচিত হয়েছেন। তাঁর স্বপ্ন মিস ইন্ডিয়া হওয়া। রক্ষায়ার এই স্বপ্নের উড়ানের নেপথ্যে রয়েছেন তাঁর বাবা মনোহর। যিনি পেশায় একজন দিন মজুর।

তামিলনাড়ুর তিরুকালুকুন্দ্রমের বাসিন্দা রক্ষায়া নিজের পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছিলেন। তবে মনে মনে স্বপ্ন বুনেছিলেন সৌন্দর্য প্রতিযোগিতার। ২০১৮ সালে তিনি মোনো অ্যাক্টিং প্রোগ্রামে যোগ দিয়েছিলেন। সেখানে সেরার শিরোপা নিয়ে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। তারপরই জেলাস্তরীয় পর্যায় থেকে বিউটি কনটেস্টে যোগ দেন তিনি। আর সেখানেই তিনি জিতে নেন 'মিস তামিলনাড়ু' শিরোপাটি। এবার তাঁর লক্ষ্য পরবর্তী মিস ইন্ডিয়া হওয়ার। কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মিস ইন্ডিয়ার দৌড়। যা ১৮ সেপ্টেম্বর থেকে জয়পুরে আয়োজিত হচ্ছে। বাবা নির্মাণ কাজের সঙ্গে জড়িত দিনমজুর। ফলে নিত্য নানান চ্যালেঞ্জকে পার করতে হয়েছে রক্ষায়াকে। তবে হার মানেননি তিনি। আর তারই নিদর্শন এই প্রতিযোগিতা জয়।

আপাতত দেশের সেরা সুন্দরী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন রক্ষায়া। তবে, সেখানেও চ্যালেঞ্জ কম নয়। এদিকে, আত্মবিশ্বাসে এক চিলতে কমতি নেই রক্ষায়ার। এই প্রতিযোগিতায় রাজ্য ভিত্তিতে সেরার সেরা নির্বাচিতরা যোগ দিয়েছেন ভারতের সেরা হওয়ার দৌড়ে। ফলে প্রতিযোগিতা আগের থেকে অনেকটাই কঠিন। সেই জায়গা থেকে সেরার শিরোপা জিতে নিতে মরিয়া রক্ষায়া। 

 

 

 

বন্ধ করুন