Ram Navami 2024: রাম মন্দিরে ৫৬ রকমের ভোগ, প্রসাদ ও পাঞ্জিরির নৈবেদ্য দিয়ে রামনবমী পালিত হচ্ছে।
1/6 রামনবমীর শুভ অনুষ্ঠানের মাঝে দ্বিতীয়বারের মতো রাম জন্মভূমি একটি দুর্দান্ত উদযাপনের সাক্ষী হয়েছে। বুধবার সকালে রাম মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত রামে নামে অমৃত লাভ করেছেন।
4/6 রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, উদযাপনের সমস্ত আয়োজন ট্রাস্টই করেছে এবং রামনবমী খুব উৎসাহের সঙ্গে উদযাপিত হচ্ছে।