বাংলা নিউজ > টুকিটাকি > Iftar Timings Today: আজ ২৭ মার্চ বিকেলে কখন ইফতার? জেনে নিন আপনার শহরের সময়

Iftar Timings Today: আজ ২৭ মার্চ বিকেলে কখন ইফতার? জেনে নিন আপনার শহরের সময়

সোমবার বিকেলে কখন হবে ইফতার? (AFP)

27 March Ramazan Iftar Timings: আজ পবিত্র রমজান মাসের চতুর্থ দিন। দিনভর উপবাসের পরে কখন হবে ইফতার? পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সোমবার সেহরি এবং ইফতারের সময় দেখে নিন।

আজ, অর্থাৎ সোমবার ২৭ মার্চ পবিত্র রমজান মাসের চতুর্থ দিন। ভোরের সেহরির পর থেকে উপবাস করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অন্যান্য দিনগুলির মতো এদিনও বিকেলে সূর্যাস্তের পরে খেজুর খেয়ে আর জল পান করে ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করবেন তাঁরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং প্রান্তে ইফতারের সময় দেখে নিন এখানে। 

২৭ মার্চ ইফতারের সময়

  • কলকাতা: বিকেল ৫ টে ৫১ মিনিট।
  • মালদা: বিকেল ৫ টে ৫২ মিনিট।
  • দার্জিলিং: বিকেল ৫ টে ৫২ মিনিট।
  • শিলিগুড়ি: বিকেল ৫ টে ৫২ মিনিট।
  • ইসলামপুর: বিকেল ৫ টে ৫৩ মিনিট।
  • বালুরঘাট: বিকেল ৫ টে ৫০ মিনিট।
  • রায়গঞ্জ: বিকেল ৫ টে ৫৩ মিনিট।
  • বেলদা: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
  • খড়্গপুর: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
  • কাঁথি: বিকেল ৫ টা ৫৩ মিনিট।
  • বোলপুর: বিকেল ৫ টা ৫৪ মিনিট।
  • সিউড়ি: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
  • বর্ধমান: বিকেল ৫ টা ৫৩ মিনিট।
  • আসানসোল: বিকেল ৫ টা ৫৭ মিনিট।
  • দুর্গাপুর: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
  • কাটোয়া: বিকেল ৫ টে ৫২ মিনিট।
  • কালনা: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • নদিয়া: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • রানাঘাট: বিকেল ৫ টা ৫০ মিনিট।
  • বসিরহাট: বিকেল ৫ টা ৪৯ মিনিট।
  • বারাসত: বিকেল ৫ টা ৫১ মিনিট।
  • ডায়মন্ড হারবার: বিকেল ৫ টে ৫২ মিনিট।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন