রমজান মাসে রেলযাত্রীদের জন্য সুখবর। ইসলামের পবিত্র মাসে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন। সূর্যোদয়ের আগে সেহরি এবং সূর্যাস্তের পর ইফতার করেন তাঁরা। মাঝের সময়টা কিছু খান না তাঁরা। এক মাস ধরে চলে এই রোজা পর্ব। এই পবিত্র মাসে রোজা উপলক্ষে নতুন ধরনের উদ্যোগ নিল বাংলাদেশের রেল।
রমজান মাসের জন্য ট্রেনে ইফতার এবং সেহরির ব্যবস্থা থাকবে। তেমনই ঘোষণা করা হলে বাংলাদেশের রেলের তরফে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ। এমনই জানানো হয়েছে রেলের তরফে।
রেলওয়ে পশ্চিমাঞ্চল রমজান উপলক্ষে খাদ্যতালিকা এবং তার দামও জানিয়ে দিয়েছে।মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে ইফতার। আর ১৬০ টাকায় সেহরি।
কী কী দেওয়া হচ্ছে এই টাকায়?
যত দূর জানা গিয়েছে, তাতে দুটি প্যাকেট থাকছে ইফতারে। সঙ্গে থাকছে পেয়াজ, দু’টি বেগুনি, দু’টি খেজুর, ১০০ গ্রাম ছোলা, ৫০ গ্রাম মুড়ি, দুই পিস শশা এবং এক বোতল পানীয় জল।
রেলের তরফে সেহরির খাবারের প্যাকেজও বানানো হয়েছে যত্ন নিয়ে। রাখা হয়েছে ২০০ গ্রাম ভাত, ১২৫ রুই মাছ, ১২৫ গ্রাম সবজি এবং এককাপ ডাল।
তবে কেউ যদি মুরগির মাংস চান, তাহলে ১৭০ টাকার প্যাকেজ নিতে পারেন।
রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, ইফতার এবং সেহরির খাদ্যের গুণগত মানও বেশ উন্নত হবে। ফলে স্বাস্থ্যকর খাবার কি না, তা নিয়ে ভাবতে হবে না সাধারণ মানুষকে।