বাংলা নিউজ > টুকিটাকি > বুধবারের সেহরি ও ইফতার কখন হবে? এখন সময় দেখে আগামিকালের প্ল্যান করে নিন

বুধবারের সেহরি ও ইফতার কখন হবে? এখন সময় দেখে আগামিকালের প্ল্যান করে নিন

পবিত্র রমজান মাসে চলছে প্রার্থনা। (ছবি সৌজন্যে পিটিআই)

পবিত্র রমজান মাসের আরও একটি দিন কেটে যাওয়ার মুখে। বুধবার (১৩ এপ্রিল) কখন সেহরি হবে এবং কখন হবে ইফতার, দেখে নিন সময় -

এসে গিয়েছে রোজা ভাঙার সময়। কিছুক্ষণ পরেই হবে সোমবারের ইফতার। পবিত্র রমজান মাসের আরও একটি দিন কেটে যাওয়ার মুখে। বুধবার (১৩ এপ্রিল) কখন সেহরি হবে এবং কখন হবে ইফতার, দেখে নিন সময় -

সেহরির সময়

দার্জিলিং: রাত ৩ টে ৫৪ মিনিট।

শিলিগুড়ি: রাত ৩ টে ৫৪ মিনিট।

ইসলামপুর: রাত ৩ টে ৫৬ মিনিট।

মালদহ: রাত ৩ টে ৫৮ মিনিট।

কাঁথি: ভোর ৪ টে ৪ মিনিট।

দুর্গাপুর: ভোর ৪ টে ৪ মিনিট।

বর্ধমান: ভোর ৪ টে ২ মিনিট।

নদিয়া: ভোর ৪ টে।

হাওড়া: ভোর ৪ টে ১ মিনিট।

ডায়মন্ড হারবার: ভোর ৪ টে ২ মিনিট।

বারাসত: ভোর ৪ টে ।

বসিরহাট: রাত ৩ টে ৫৯ মিনিট।

দমদম: ভোর ৪ টে ১ মিনিট।

কলকাতা: ভোর ৪ টে ১ মিনিট।

আগরতলা (ত্রিপুরা): রাত ৩ টে ৪৭ মিনিট।

গুয়াহাটি (অসম): রাত ৩ টে ৪২ মিনিট।

ঢাকা (বাংলাদেশ): ভোর ৪ টে ২১ মিনিট।

ইফতারের সময়

দার্জিলিং: সন্ধ্যা ৬ টা ১ মিনিট।

শিলিগুড়ি: সন্ধ্যা ৬ টা।

ইসলামপুর: সন্ধ্যা ৬ টা ১ মিনিট।

মালদহ: সন্ধ্যা ৬ টা।

কাঁথি: বিকেল ৫ টা ৫৯ মিনিট।

দুর্গাপুর: সন্ধ্যা ৬ টা ২ মিনিট।

বর্ধমান: সন্ধ্যা ৬ টা।

নদিয়া: বিকেল ৫ টা ৫৮ মিনিট।

হাওড়া: বিকেল ৫ টা ৫৭ মিনিট।

ডায়মন্ড হারবার: বিকেল ৫ টা ৫৮ মিনিট।

বারাসত: বিকেল ৫ টা ৫৭ মিনিট।

বসিরহাট: বিকেল ৫ টা ৫৫ মিনিট।

দমদম: বিকেল ৫ টা ৫৭ মিনিট।

কলকাতা: বিকেল ৫ টা ৫৭ মিনিট।

আগরতলা (ত্রিপুরা): বিকেল ৫ টা ৪৬ মিনিট।

গুয়াহাটি (অসম): বিকেল ৫ টা ৪৭ মিনিট।

ঢাকা (বাংলাদেশ): সন্ধ্যা ৬ টা ২০ মিনিট।

বন্ধ করুন