দেশের অন্যতম সম্মাননীয় শিল্পপতি রতন টাটা প্রয়াত। তাঁর বহু গল্পই মনে থেকে যাবে মানুষের। কিন্তু তিনি যে একই সঙ্গে ছিলেন প্রচণ্ড সাহসী আর বীর— সে কথা হয়তো অনেকেই জানেন না। এই ঘটনাটা জানলে, সেটিও বুঝতে পারবেন তাঁরা। কীভাবে এক গুন্ডাকে কুপোকাত করেছিলেন তিনি, সে কথা জেনে নিন।
(আরও পড়ুন: যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই)
তখন সবে টাটা কোম্পানির দায়িত্ব নিয়েছেন রতন টাটা। নতুন মানুষ দায়িত্ব নেওয়াই অনেক অসাধুই ভাবল, এবার সুযোগ এসেছে, লুটে নিতে হবে কোম্পানি। কিন্তু রতন টাটার দুর্দান্ত বুদ্ধির কাছে হার মানল সে সব ষড়যন্ত্র। এরই মধ্যে স্থানীয় এক গুন্ডা মাথাচারা দিয়ে উঠল। শুধু গুন্ডা হলে এক রকম ছিল, একই সঙ্গে সেই গুন্ডা আবার কারখানার শ্রমিক ইউনিয়নের উপরেও খবরদারি শুরু করেছিল। টাকা আদায়ের জন্য তার হাতিয়ার ছিল শ্রমিকদের দিয়ে হরতাল করানো। কিন্তু রতন টাটা তার সামনে মাথা ঝোঁকালেন না। তিনি কাজ চালিয়ে যেতে লাগলেন।
(আরও পড়ুন: ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা)
এই গুন্ডার ক্ষমতা ছিল এতটাই বিস্তৃত, সে কোম্পানির বিভিন্ন মাতব্বরকে হুমকি দিতে শুরু করল। তাঁদের পরিবারের লোকজনকেও হেনস্থা করতে লাগল। কিন্তু তার টিকিও ছোঁয়ার ক্ষমতা ছিল না প্রশাসনের। এর পরেও যখন কারখানায় কাজ বন্ধ করা গেল না, তখন সেই গুন্ডা শ্রমিকদের হুমকি দিতে লাগল, কাজ বন্ধ না করলে প্রাণের ঝুঁকি আছে। শ্রমিকরা কারখানায় আসতে ভয় পেতে লাগলেন। এই সময়েই সাহস দেখালেন রতন টাটা। ঘোষণা করলেন, আর পাঁচ জন সাধারণ শ্রমিকের মতোই কারখানায় কাজ করবেন তিনি নিজেও। যত ক্ষণ কাজ চলবে, তিনি নিজে বসে থাকবেন কারখানায়। গণ্ডগোল বাঁধলে, প্রথম মুখোমুখি হবেন তিনি।
(আরও পড়ুন: বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার, কে ছিলেন প্রেমিকা)
ব্যস! এই সিদ্ধান্তের কথা শুনতে পেয়ে সব শ্রমিক কাজ করতে চলে এলেন। নিজে হাতে ঘা মারার দরকার পড়েনি রতন টাটার। কিন্তু তাঁর বুদ্ধির ঘায়েই কুপোকাত গল গুন্ডা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোল, বিক্ষোভ এমন আকার নিল, পুলিশ বাধ্য হল সেই গুন্ডাকে গ্রেফতার করতে। তার কারাবাস হল।
শোনা যায়, জেল থেকে ছাড়া পাওয়ার পরেও নাকি সেই গুন্ডা রতন টাটার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। কিন্তু তাঁর বুদ্ধির এবং সামসের সামনে সেই সব চেষ্টাই বিফল হয়।
(আরও পড়ুন: প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে)
টাটা কোম্পানির সাফল্যের অন্যতম কারণ রতন টাটার সঙ্গে শ্রমিকদের দারুণ সম্পর্ক। অনেকেই বলেন, সেই সুসম্পর্কের বুনিয়াদ তৈরি হয়েছিল সেই গুন্ডার কারণেই। পরোক্ষ ভাবে সেই ব্যক্তি আসলে রতন টাটাকে তাঁর কোম্পানির কর্মচারিদের কাছে প্রায় ঈশ্বরতুল্য করে দিয়ে যায়।