১। বিমলবাবু: : অবাক কাণ্ড! আপনার বাড়ির কাজের মেয়েটি এত আগে চলে আসে, আমাদের মেয়েটা তো আটটার আগে দেখাই দেয় না। কিছু বললে বলে, অন্য লোক দেখুন- আমি পারব না।
শ্যামলবাবু: অনেক বুদ্ধি খাটাতে হয়েছে ভাই। শেষে ওর সঙ্গে আমাদের ছোকরা গোয়ালার পরিচয় করিয়ে দিলাম। এখন নিজের গরজেই আসে।
(আরও পড়ুন: সকাল সকাল ছুটুক হাসির ফোয়ারা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মনের আনন্দে)
২। গরুর রচনা লেখবার আগে শিক্ষক অনেকগুলো পয়েন্ট বললেন। সবাই তা বুঝতে পেরেছে কি না সেটা বোঝার জন্য তিনি একটা ছেলেকে জিজ্ঞেস করলেন— আচ্ছা, তোমার পায়ে কী ?
ছাত্র: জুতো, স্যার ।
স্যার: জুতো কী থেকে তৈরি হয় ?
ছাত্র: চামড়া থেকে ।
স্যার: চামড়া কোথায় পাওয়া যায় ?
ছাত্র: গরুর গা থেকে ।
খুশি হয়ে উঠলেন স্যার ছাত্রের জবাবে এবং প্রশ্ন করলেন— আচ্ছা এখন বলো দেখি, কোন সে জীব, যে তোমাদের পায়ের জুতো জোগায় , আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে ?
ছাত্রের জবাব: আমার বাবা, স্যার ।
(আরও পড়ুন: সকাল সকাল দিল খুশ করে নিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর হাসুন মন ভরে)
৩। স্বামী: দেখো, ছেলে কী ভাবে কাঁদছে। সকাল থেকে বায়না ধরেছে গাধার পিঠে চড়ে ঘুরবে। গাধা আমি কোথায় পাব?
স্ত্রী: গাধার দরকার নেই। তোমার পিঠে চড়িয়ে ঘোরাও, দেখবে কান্না থেমে গিয়েছে।
(আরও পড়ুন: উইকেন্ডের মজা বাড়াতে চান? তাহলে এখনই পড়ুন দিনের সেরা ৫ জোকস, হাসুন প্রাণভরে)
৪। পাবলিশারের অফিসে লেখা জমা দিতে গিয়েছে তরুণ লেখক। পড়লেন সম্পাদকের সামনে।
সম্পাদক: তোমার হাতের লেখা বড্ড খারাপ, গল্পটা পড়তে পারিনি ভাই। টাইপ করে দিলেই পারতে।
তরুণ লেখক: টাইপ করতে জানলে কি আর গল্প লিখে সময় নষ্ট করতাম?
(আরও পড়ুন: গরম তো কমছে! এবার একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর মনটা রাখুন ফুরফুরে)
৫। একদিন রতনের ওপর খুব খেপে গেলেন ক্লাসের শিক্ষক। হাতের স্কেলটা রতনের দিকে ইঙ্গিত করে বললেন, ‘এই স্কেলের এক প্রান্তে একটা গর্দভ দাঁড়িয়ে আছে।’
রতন বলল, ‘কোন প্রান্তে স্যার?’