খেলনা পুতুল বার্বির তো অনেক দেখা মিলল। কিন্তু বাস্তব জীবনে? বাস্তব জীবনে তেমন বার্বি কী হয়? চেষ্টা করলে অনেককিছুই হয়। তেমনটই প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক তরুণী। ২৫ বছর বয়সি ওই তরুণীকে এখন বাস্তবের বার্বি রাজকুমারীর মতো দেখতে। কয়েকটি বিশেষ সার্জারি করিয়ে নিজেকে বার্বি করে তুলেছেন ওই তরুণী। কত খরচ পড়েছে? ১ লাখ ডলারেরও বেশি গচ্চা গিয়েছে তার। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাজমিন ফরেস্ট নামের ওই তরুণী তাঁর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, তাঁর জীবনকে আগাগোড়া পাল্টে দিয়েছে এই সার্জারি। তাঁর কথায়, ১৮ বছর বয়সে প্রথমবার তাকে সার্জারির মুখোমুখি হতে হয়। সেই সময় স্তনের আকৃতি বাড়াতেই সার্জারি করিয়েছিলেন তিনি। এরপর লস অ্যাঞ্জেলেসে ছুটিতে যাওয়ার সময় আবারও সার্জারি করান তিনি।
আরও পড়ুন: প্রেমিকের মধ্যে ৫ গুণ খোঁজে মেয়েরা, জেনে নিলে আর চিন্তা নেই
আরও পড়ুন: বোঝো ঠেলা! অ্যান্টাসিডই নাকি অতিরিক্ত বাতকর্মের কারণ! কেন জানেন
ইতিমধ্যেই নিজেকে বাস্তবের বার্বি করে তোলার জন্য মিসেস ফরেস্ট একাধিক প্লাস্টিক সার্জারি করেছেন। ভবিষ্যতে আরও এমন একাধিক সার্জারি করানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এর পিছনে একটি বড় কারণও রয়েছে বলে তার মত। তাঁর কথায়, অস্ত্রপচার করে বাস্তবের বার্বি হয়ে উঠতে না পারলে তাঁর পক্ষে জীবনে এগিয়ে যাওয়া মুশকিল ছিল। এখন তাঁকে এভাবে দেখে অনেকেই সাহসী নারী বলে মনে করেন। যখন তিনি কিশোরী ছিলেন, তখনই ভেবেছিলেন প্লাস্টিক সার্জারি করে নিজের ভোল পাল্টে ফেলবেন। এখন ধীরে ধীরে নিজের সেই স্বপ্নই পূরণ করছেন জাজমিন।
একইসঙ্গে জাজমিন এও বলেন, তিনি রাস্তায় নকল স্তন নিয়ে মেয়েদের ঘোরাফেরা করতে দেখতেন। পাশাপাশি সুন্দরী মহিলাদের প্রতি পুরুষরা কেমন আচরণ করেন, সেও তাঁর নজর এড়াত না। তাই সব মিলিয়ে এমন সিদ্ধান্ত নেন জাজমিন। তখনই ঠিক করে ফেলেন বড় হয়ে নিজের শরীরেই বিনিয়োগ করতে হবে তাঁকে। শুধু তাই নয়, প্রতিটি অস্ত্রপচারের পর নিজের পাল্টে যাওয়া চেহারাকে বেশ উপভোগ করতেন তিনি। তাঁর প্রতি ছেলে ও মেয়েদের ব্যবহারও অনেকটা পাল্টে যায় সার্জারির পর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup