হোলিতে চুটিয়ে আনন্দ করলেও, এর পরে ত্বকের সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কৃত্রিম রঙের কারণে ত্বক শুষ্ক, রুক্ষ ও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও র্যাশ, অ্যালার্জি ও চুলকানির আশঙ্কাও থাকে। এমন পরিস্থিতিতে উবটান হতে পারে ত্বক পুনরুজ্জীবিত করার এক অসাধারণ প্রাকৃতিক সমাধান।
উবটান কী?
উবটান হলো আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি একটি প্রাকৃতিক স্ক্রাব যা মূলত বেসন, হলুদ, চন্দনগুঁড়ো, দুধ বা দই এবং গোলাপজল মিশিয়ে প্রস্তুত করা হয়। এটি ত্বক পরিষ্কার, মরা চামড়া দূর এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কার্যকরী।
হোলির পর উবটানের উপকারিতা
১. ত্বক পরিষ্কার ও ডিটক্সিফাই করা:
হোলির রঙ ত্বকে জমে থেকে লোমকূপ বন্ধ করে দেয়। উবটানের মিশ্রণ ত্বক থেকে ময়লা ও কেমিক্যালযুক্ত রং অপসারণে সহায়ক। বেসনের দানাদার গঠন ত্বকের মৃত কোষ দূর করে এবং লোমকূপ পরিষ্কার করে।
২. ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বৃদ্ধি:
উবটানের অন্যতম উপাদান হলুদ, যা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণে ভরপুর। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং প্রদাহ কমাতে সহায়তা করে। এছাড়াও, দুধ ও দই ত্বককে ময়েশ্চারাইজ করে এবং কোমল রাখে।
৩. অ্যালার্জি ও র্যাশ কমানো:
হোলির রঙের কারণে অনেকের ত্বকে র্যাশ বা অ্যালার্জি হতে পারে। চন্দন ও গোলাপজল মিশ্রিত উবটান ত্বককে ঠান্ডা করে এবং ত্বকের জ্বালা ও লালচে ভাব কমাতে সহায়ক।
আরও পড়ুন - Holi 2025: এই গ্রামের মানুষ হোলিতে মাখেন না রং, পালন করেন কষ্টের দিন! নেপথ্যে বড় কারণ
উবটান ব্যবহারের সঠিক পদ্ধতি:
- ২ টেবিল চামচ বেসন, ১ চিমটি হলুদ, ১ টেবিল চামচ চন্দনগুঁড়ো এবং পর্যাপ্ত দুধ বা গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।
- মিশ্রণটি মুখ ও শরীরে মাখিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। হালকাভাবে ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
উবটান নিয়মিত ব্যবহারের উপকারিতা:
হোলির পরে সপ্তাহে ২-৩ বার উবটান ব্যবহার করলে ত্বক হবে মসৃণ, উজ্জ্বল ও স্বাস্থ্যকর। এটি ত্বক থেকে কেমিক্যাল অপসারণ করে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
আরও পড়ুন - Dry Fruits: শুধু উপকার নয়, ক্ষতিও করে! ড্রাই ফ্রুটসের জগতে কে ভালো, কে মন্দ? জানুন
উবটান ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তাই ত্বককে সুন্দর ও সতেজ রাখতে হোলির পর এই প্রাকৃতিক উপায়টি ব্যবহার করা যেতে পারে।