স্বামী স্ত্রী হোন বা প্রেমিক প্রেমিকা, দুজনের মধ্যে কোনও সমস্যা থাকলে তা মনের উপর প্রভাব ফেলবেই। তবে কয়েকটি সমস্যাকে গুরুত্ব দিয়ে না দেখলেই নয়। এই সমস্যাগুলি মিটিয়ে না ফেললে সম্পর্ক জটিল হতে পারে।
1/6স্বামী স্ত্রী হোন বা প্রেমিক প্রেমিকা, দুজনের মধ্যে কোনও সমস্যা থাকলে তা মনের উপর প্রভাব ফেলবেই। তবে কয়েকটি সমস্যাকে গুরুত্ব দিয়ে না দেখলেই নয়। এই সমস্যাগুলি মিটিয়ে না ফেললে সম্পর্ক জটিল হতে পারে। (Freepik)
2/6মতভেদ: জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত আলাদা হলে সম্পর্কে জটিলতা বেড়ে যায়। এমন সমস্যায় দুজনের মধ্যে আলোচনা জরুরি। আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে না এলে সম্পর্ক ধীরে ধীরে অসহ্য হয়ে গেল ওঠে। (Freepik)
3/6মনের ইচ্ছে চেপে রাখা: সম্পর্ক এমন হবে, যাতে মনের ইচ্ছে চেপে রাখতে না হয়। খেয়াল রাখুন, সঙ্গীর কাছে সহজেই মনের কথা খুলে বলতে পারছেন কিনা। তেমনটা না করা গেলে মনের ইচ্ছে মনেই থেকে যায়। যা পরে বড় সড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। (Freepik)
4/6পিছনে নিন্দা করা: আপনাদের ভিতরকার ঝামেলা অন্যদের কানেও পৌঁছে যাচ্ছে? আপনার সম্পর্কে অন্যদের কাছে নিন্দা করছে সঙ্গী? এমন আচরণ কিন্তু সম্পর্কের সমস্যা আরও বড় করে তোলে। এমন ঘটনা ঘটলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। (Freepik)
5/6ভুল স্বীকার না করা: সম্পর্কের মধ্যে নানা কারণে ভুল হতেই পারে। কিন্তু সেই ভুল দায়িত্ব নিয়েই স্বীকার করা উচিত। সঙ্গী যদি তা স্বীকার না করে বারবার আপনার ঘাড়েই চাপিয়ে দেয়, তবে সম্পর্ক বিষিয়ে যেতে থাকে। (Freepik)
6/6নিজের ইচ্ছে ত্যাগ করা: সঙ্গীর কথা ভেবে নিজের ইচ্ছে ও আশা ত্যাগ করতে বাধ্য হন অনেকেই। এতে সম্পর্কের বাঁধন আলগা হওয়ার আশঙ্কা থাকে। জীবনের বড় ইচ্ছে ও আশাগুলির সব ত্যাগ করলে সম্পর্কে অতৃপ্তি তৈরি হতে পারে। (Freepik)