RIL-Disney Merger: মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিনোদন জগতের সবচেয়ে বড় চুক্তি সম্পন্ন করল বৃহস্পতিবার। সংস্থাটি গ্লোবাল মিডিয়া হাউস ওয়াল্ট ডিজনির ভারতীয় শাখার সঙ্গে সম্পদের সংযুক্তিকরণ সম্পন্ন করল। এর ফলে ৭০,৩৫২ কোটি টাকার একটি নতুন যৌথ উদ্যোগ তৈরি হবে। এই যৌথ উদ্যোগে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার তরফে মোট ১১,৫০০ কোটি টাকা (১.৪ বিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে।
রিলায়েন্সের হাতেই বেশি ক্ষমতা
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) এই যৌথ উদ্যোগের নিয়ন্ত্রণ চালিয়ে যাবে বলে জানিয়েছে। যৌথ উদ্যোগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১৬.৩৪ শতাংশ, ভায়াকম ১৮-র ৪৬.৮২ শতাংশ রয়েছে। বাকি ৩৬.৮৪ শতাংশ রয়েছে ডিজনির দখলে। একই সঙ্গে এর চেয়ারপার্সন হবেন নীতা আম্বানি। এ ছাড়া যৌথ উদ্যোগের ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন উদয়শঙ্কর।
ভায়াকম 18 মিডিয়া এবং ওয়াল্ট ডিজনি সংস্থা ইতিমধ্যে স্টার ইন্ডিয়ার সঙ্গে ভায়াকম 18 এর মিডিয়া এবং জিওসিনেমা ব্যবসায়ের সংযুক্তিকরণের জন্য ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) এবং জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (এনসিএলটি) এর মতো কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে।
বড় শেয়ার বিনিয়োগ রিলায়েন্সের
এই বিনিয়োগ ভারতের বৃহত্তম মিডিয়া এবং বিনোদন সংস্থাগুলির মধ্যে একটি হবে। যার সম্মিলিত আয় ২০২৪ সালের মার্চ মাসে শেষ হওয়া পূর্ববর্তী অর্থবছরের জন্য প্রায় ২৬,০০০ কোটি টাকা (৩.১ বিলিয়ন ডলার) হবে। যৌথ উদ্যোগে ১০০টিরও বেশি টিভি চ্যানেল রয়েছে। বার্ষিক ৩০,০০০ ঘন্টার বিনোদন সামগ্রী তৈরি করে। জিওসিনেমা এবং হটস্টার ডিজিটাল প্ল্যাটফর্মের মোট গ্রাহক সংখ্যা পাঁচ কোটিরও বেশি। যৌথ উদ্যোগে ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য খেলাধুলার জন্য খেলার বিভাগটির একটি পোর্টফোলিও রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এই দিন বলেন, ‘এই যৌথ উদ্যোগ গঠনের ফলে ভারতীয় মিডিয়া, বিনোদন শিল্প একটি নতুন যুগে প্রবেশ করছে। আমি যৌথ উদ্যোগের ভবিষ্যত সম্পর্কে খুব এক্সাইটেড। পাশাপাশি এটির সাফল্য কামনা করি।’