বিগত বেশ কয়েক দশকে বিভিন্ন ডেটিং অ্যাপ মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ভীষণভাবে। এই ডেটিং অ্যাপের মাধ্যমে নিজেদের ভালোবাসার মানুষ বা জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন অনেকেই। কিন্তু হঠাৎ করেই এই ডেটিং অ্যাপ নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ভীষণভাবে অনীহা। কিন্তু কেন হঠাৎ এই অনীহা তৈরি হল ব্যবহারকারীদের মধ্যে?
ডেটিং অ্যাপ কী?
ডেটিং অ্যাপ হল এমন একটি জায়গা যেখানে আপনি আপনার পছন্দমত মানুষকে বেছে নিতে পারেন। আপনার পছন্দের সঙ্গে যদি অপর দিকের মানুষের পছন্দ মিলে যায় তাহলেই শুরু হয়ে যায় কথাবার্তা। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম অনেক সময় ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়িয়ে যায়। দেশ বা বিদেশের যে কোনও স্থানের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা যায় এই ডেটিং অ্যাপের মাধ্যমে।
(আরো পড়ুন: ডিপ্রেশনের উপর কাঁচি চালান, এই ৯টি উপায়ে সরিয়ে ফেলুন মানসিক অবসাদকে)
তবে সম্প্রতি এই ডেটিং অ্যাপগুলি নিয়ে একটি হতাশা তৈরি হয়েছে মানুষের মধ্যে। সম্প্রতি ফোর্বস হেলথের একটি সমীক্ষা থেকে জানা গেছে, ৭৮ শতাংশ মানুষ এই ডেটিং অ্যাপ নিয়ে হতাশা প্রকাশ করেছে। ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের ওপর গবেষণা করার পর জানা গেছে, ৭৮ শতাংশ ব্যবহারকারীরা ডেটিং অ্যাপগুলি ব্যবহার করতে একদমই চাইছেন না।
ব্যবহারকারীদের এই হতাশার কারণ জিজ্ঞাসা করায় ৪০ শতাংশ মানুষ বলেছেন, তারা এমন কোনও মানুষকে খুঁজে পাননি, যার সঙ্গে বন্ধুত্ব করা যায়। ৪১% উত্তর দাতা বলেছেন, তাদের প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়েছে বারবার। ১৮ শতাংশ মানুষ বলেছেন, তাদের যৌনতা এবং বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে। কিছু মানুষের বক্তব্য, প্রেমে ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে এই ডেটিং অ্যাপের জন্য।
যে ব্যবহারকারীদের ওপর গবেষণা করা হয়েছিল তাদের মধ্যে প্রায় প্রত্যেকে প্রতিদিন গড়ে ৫১ মিনিটের বেশি সময় কাটিয়েছেন এই ডেটিং অ্যাপের সঙ্গে। উত্তরদাতাদের মধ্যে মহিলারা ৫২ মিনিট এবং পুরুষরা ৪১ মিনিট সময় কাটিয়েছেন এই অ্যাপে। এই সমীক্ষার ফলাফল আসার পর গবেষকরা বলেন, "মানুষের মধ্যে হতাশা তৈরি হওয়ার অন্যতম কারণ হলো উল্টো দিকের মানুষকে শুধুমাত্র ফোনের মাধ্যমে চেনা।"
(আরো পড়ুন:পাতে রাখুন ফাইবারের এই ‘পাওয়ার হাউস’কে, দূরে পালাবে বহু রোগ)
"কোনও মানুষকেই শুধুমাত্র ছবির মাধ্যমে চেনা সম্ভব নয়। অনেকে এমনও আছেন যারা একসঙ্গে অনেক জনের সঙ্গে কথা বলেন। সেখানেই তৈরি হয় সমস্যা। এই সমস্ত ডেটিং অ্যাপ ব্যবহার করার সময়সীমা বেঁধে নেওয়া উচিত। ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হলেও সামনাসামনি দেখা করার পর তবেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া উচিত।"