সময়টা অস্থির। অনেকেই এই সময়ে আনন্দে থাকতে পারছেন না। অনেকটাই বছরের এই দারুণ সময়টাও উপভোগ করতে পারছেন না। কিন্তু এই সময়েও মা দুর্গার উপর ভরসা রাখাটা দরকারি। অনেকেই বিশ্বাস করেন, মা দুর্গার উপর কেউ যদি পবিত্র মনে ভরসা রাখেন, তিনি সব দুঃখ দুর্দশা দূর করে দেন।
দুর্গাপুজোর আর খুব বেশি দেরি নেই। আগামী দিনগুলি যাতে সুন্দর হয়ে ওঠে, আগামী সময়টা যাতে সকলের ভালো কাটে— সেই প্রার্থনাই করুন এখন। মা দুর্গার কাছে সব দুঃখ, সব কষ্ট সমর্পন করুন। আর আপনার প্রিয়জনদের যাতে এই সময়টা ভালো কাটে, সে জন্য শুভেচ্ছাবার্তা পাঠান।
শারদীয়ার সময়টা যাতে ভালো কাটে, তার জন্য শুভেচ্ছাবার্তায় কী লিখবেন? জেনে নিন এখান থেকে।
১। মা দুর্গা আমাদের চির শান্তি এবং সমৃদ্ধির পথ দেখান। সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে আমাদের আশীর্বাদ করুন। আগামী সময়টা খুব ভালো কাটুক। সকলের জীবন আনন্দে ভরে উঠুক। শুভ শারদীয়া ২০২৪।
২। দেবী দুর্গা সবসময় আমার আপনার সঙ্গে আছেন। প্রতি মুহূর্ত মা’কে স্মরণ করে সাফল্যের দিকে এগিয়ে যান। তাহলেই দেখবেন, জীবন থেকে সব সংকট কেটে গিয়েছে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
৩। দেবী দুর্গার আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাকে এবং আপনার পরিবারের সকলকে। আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক এই সময়ে।
৪। এই দুর্গাপুজোয় মা আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক। শারদীয়ার শুভেচ্ছা নেবেন।
৫। এই অসময়ে নিরাপদে থাকুন। অনেকেরই মনে এই সময়ে আনন্দ নেই। তবু যতটা পারেন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান। মায়ের উপর ভরসা রাখুন। তিনি আপনার এবং আমাদের সকলের কষ্ট দূর করে দেবেন। শারদীয়ার আগাম শুভেচ্ছা নেবেন। শুভ দুর্গা পুজো ২০২৪।
৬। মা দুর্গার আশীর্বাদে, আপনি আপনার সমস্ত প্রচেষ্টায় সাফল্য অর্জন করুন। আপনাকে এবং আপনার পরিবারকে দুর্গা পুজোর অনেক শুভেচ্ছা। শারদীয়ার সময়টা খুব ভালো করে কাটান। এখন থেকেই রইল শুভেচ্ছা।
৭। মা দুর্গার আপনাকে ও আপনার পরিবারকে খ্যাতি সম্পদ, সুখ, শিক্ষা, স্বাস্থ্য এবং শক্তি দিক, দূর্গাপুজোর অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের সব কষ্ট দূর হোক। অশান্ত সময়ে শান্তি ফিরুক। শারদীয়ার অনেক শুভেচ্ছা।