Republic day 2023 why celebrated on 26th January know the history: অন্য তারিখে উদযাপন হতে পারত প্রজাতন্ত্র দিবস। কেন ২৬ জানুয়ারিই পালিত হয়? ফিরে দেখা এক ইতিহাস।
1/6জাতির জনক মহাত্মা গান্ধী ২৬ জানুয়ারিকে নাম দিয়েছিলেন 'স্বতন্ত্রতা সংকল্প দিবস'। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে ১৯২৯ সালের শেষদিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল। (MYgov)
2/6এরপরই ১৯৩০ সালের ২৬ জানুয়ারি ওই দিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়। তবে শেষ পর্যন্ত এই দিনটি কার্যকর হয়নি। ১৯৪৭ সালে দুশো বছরের পরাধীনতা ঘুচিয়ে ভারত ১৫ অগাস্ট স্বাধীনতা অর্জন করে। ১৫ অগাস্টই স্বাধীনতা দিবসের মর্যাদা পায়। (MYgov)
3/6এর ফলে ২৬ জানুয়ারি তারিখের তাৎপর্যে বদল আসে। স্বাধীনতা অর্জন ১৯৪৭ সালে হলেও তখনও সংবিধান তৈরি হয়নি। প্রায় আড়াই বছর পর তৈরি হল পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংবিধান, ভারতের সংবিধান। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর করা হল দেশের সংবিধান। সেই থেকেই ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। (MYgov)
4/6১৫ অগাস্টকে স্বাধীনতা দিবস পালন করার কারণ, এই দিনে ভারত ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেয়েছিল। তবে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার কারণ, সংবিধানের সহযোগিতায় এদিন ভারত গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। (MYgov)
5/6পরবর্তীকালে ২৬ জানুয়ারি দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। সেই সঙ্গে দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি পায়। (MYgov)
6/6প্রতি বছরই এই দিনটিতে রাজধানীতে একটি কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রতিবারই ঐতিহ্যবাহী কুচকাওয়াজে আমন্ত্রিত থাকেন একজন রাষ্ট্রনেতা। এই বছর আমন্ত্রিত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি। তিনিই এই বছর প্রধান অতিথি। আমন্ত্রণ পেয়ে তিনি জানিয়েছেন, প্রধান অতিথি হতে পেরে তিনি আপ্লুত। (MYgov)