Cancer Cure: করোনা সারাবে ক্য়ানসার? পৌষমাস-সর্বনাশের আজব খেলা দুনিয়ায় Updated: 20 Nov 2024, 08:30 PM IST Sanket Dhar Share Cancer Cure By Coronavirus: করোনা ভাইরাসের ‘কৃপায়’ নাকি সেরে যেতে পারে ক্যানসার। সম্প্রতি এক গবেষণায় উঠে এল এমনই তথ্য। 1/6কথায় বলে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। এও যেন ঠিক তাই। যে করোনাভাইরাসের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাল, সেই ভাইরাসই নাকি ঠেকাতে পারে ক্যানসারকে। (ছবি সৌজন্য - ফ্রিপিক) 2/6সাম্প্রতিক একটি গবেষণা বলছে,ক্যানসার কোশের বাড়বাড়ন্ত আটকে দিতে পারে করোনাভাইরাস। সংকুচিত করে দেয় টিউমার কোশগুলিকে। কিন্তু কী করে এটি সম্ভব হচ্ছে? (ছবি সৌজন্য - ফ্রিপিক) 3/6এর উত্তরে গবেষকরা জানাচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতার কথা। রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম অংশ হল টি সেল বা টি কোশ। এই কোশকে বাইরে থেকে সক্রিয় করে ক্যানসার কোশ ধ্বংস করার একটি থেরাপি রয়েছে। (ছবি সৌজন্য - ফ্রিপিক) 4/6ক্যানসার কোশ ধ্বংস করার এই থেরাপিকে বলে ইমিউনোথেরাপি। গবেষকদের ধারণা করোনাভাইরাস শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে উস্কে দিচ্ছে। (ছবি সৌজন্য - ফ্রিপিক) 5/6এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতার অংশ টি সেলগুলি সক্রিয় হয়ে উঠছে। ক্যানসার কোশকে সরাসরি আক্রমণ করে তাদের সংকুচিত করছে বা বেড়ে ওঠার গতি কমিয়ে দিচ্ছে। (ছবি সৌজন্য - ফ্রিপিক) 6/6তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। যদি সত্যিই করোনাভাইরাস ক্যানসার কোশকে নির্মূল করতে পারে, তবে চিকিৎসার একটি নতুন দিগন্ত খুলে যেতে পারে। (ছবি সৌজন্য - ফ্রিপিক) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি