বাংলা নিউজ > টুকিটাকি > Viral News: রেস্তোরাঁয় বিল হল ১.৩৮ কোটি টাকা! কী এমন অর্ডার করা হয়েছিল

Viral News: রেস্তোরাঁয় বিল হল ১.৩৮ কোটি টাকা! কী এমন অর্ডার করা হয়েছিল

রেস্তরাঁর বিল পৌঁছে গেল ১ কোটির উপরে। 

Restaurant Hands Over Bill of 1.38 crore: খাবারের বিল হল ১.৩৮ কোটি টাকা। কী এমন খাবার খেলেন কাস্টমার?

খাদ্যপ্রেমীরা খাবারের পিছনে বহু টাকাই খরচ করে ফেলেন। কেউ কেউ তো লাখ টাকা পর্যন্ত খরচ করে ফেলেন রেস্তোরাঁয় গিয়ে। কিন্তু তা বলে কোটির উপর! এটিও কি সম্ভব? হালে এমনই ঘটেছে এক রেস্তোরাঁয়। বিল তো না হল কোটির উফরে গেল, কিন্তু মেনুতে কী কী ছিল— যে কারণে বিল কোটি পেরিয়ে গেল, সেটিউ এখন বড় প্রশ্ন অনেকের কাছে।

নাসর-এত গোকসে। খুবই নামকরা এক রন্ধনশিল্পী। খাবারের উপর বিশেষ কায়দায় নুন ছড়িয়ে দেওয়ার জন্য বিখ্যাত তিনি। এমনকী তাঁর এই শিল্পের ভক্ত ছিলেন মারাদোনাও। এহেন নাসর-এতকে বহু মানুষই চেনেন ‘সল্ট বি’ নামে। সারা পৃথিবী জুড়েই রয়েছে তাঁর রেস্তোরাঁর চেন। সম্প্রতি সেই চেনেরই একটি রেস্তোরাঁর তরফে শেয়ার করা হয়েছে একটি বিল। সেটিই তাক লাগিয়ে দিয়েছে সকলকে।

হালে নাসর-এতের নতুন রেস্তোরাঁ খোলা হয়েছে লন্ডনে। হালে বলতে, ঠিক এক বছর আগে। সেই রেস্তোরাঁ খোলার পর থেকেই বহু খাদ্যপ্রেমীদের সেখানকার বিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। দেখা গিয়েছে, সেখানে সাধারণ স্যালাড বা খুব সামান্য কোনও খাবারের দামই ভারতীয় টাকার হিসাবে হাজার-হাজার। তার পর থেকেই এই রেস্তোরাঁ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম সমালোচনা হয়েছে। তারই মধ্যে এবার আলোচনায় এল নতুন একটি বিল। যেটি ছাড়িয়ে গিয়েছে কোটিকে।

সব মিলিয়ে ২২টি পদ রয়েছে বিলে। স্টেক, বাকলাভা, ওয়াইন জাতীয় পদ। আর সেগুলির সম্মিলিত বিলই প্রায় পৌঁছে গিয়েছে কোটিতে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের সমালোচনা হয়েছে। তার উত্তর দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার।

ম্যানেজারের তরফে বলা হয়েছে, ভালো জিনিস খেতে গেলে দাম দিতেই হবে। শুধু তাই নয়, তিনি বলেছেন, এই রেস্তোরাঁয় খাবারের দাম এমন কিছুও নয়। লন্ডনের যে কোনও ফাইন ডাইনিংয়েই খাবারের এমনই দাম। তবে সে কথা সত্যি হোক, কিংবা মিথ্যা— আপাতত আলোচনায় এই রেস্তোরাঁর বিল। আর সেটিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বন্ধ করুন