বাংলা নিউজ > টুকিটাকি > Rihanna: প্রায় স্বচ্ছ পোশাকে অস্কার পার্টিতে গিয়েছিলেন রিহানা, ছবি প্রকাশ্যে আসতেই Viral

Rihanna: প্রায় স্বচ্ছ পোশাকে অস্কার পার্টিতে গিয়েছিলেন রিহানা, ছবি প্রকাশ্যে আসতেই Viral

রিহানার পোশাক দেখে হতবাক অনুরাগীরা। 

মা হতে চলেছেন রিহানা। তাঁর এই পোশাকের ছবি দেখে রীতিমতো হাঁ অনুরাগীরা। 

অস্কারের অুষ্ঠান শেষ হয়ে যাওরা পরে তার পার্টি হলিউডের একটি বড় ইভেন্ট। বিশেষ করে ফ্যাশনিস্তাদের জন্য় এই পার্টি মূল পুরস্কারের অনুষ্ঠানের চেয়ে কোনও অংশে কম নয়। আর সেখানে এবারের অনুষ্ঠানে বোধহয় সবচেয়ে বেশি আলোচনা হল রিহানার পোশাক নিয়ে।

কেমন পোশাক পরেছিলেন এই গায়িকা?

কালো রঙের প্রায় স্বচ্ছ বা see-through গাউন পরেছিলেন তিনি। এখন রিহানা অন্তঃসত্ত্বা। আর অল্প কিছু দিনের মধ্যেই তাঁর সন্তানের জন্মের কথা। ফলে রীতিমতো স্পষ্ট বেবি বাম্প। সেই অবস্থায় রিহানার এই বিশেষ পোশাক, রীতিমতো হতবাক করে দিয়েছে তাঁর অনুরাগীদের। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ছড়িয়ে পড়েছে প্রশংসাবার্তা। হু হু করে সোশ্যাল মিডিয়ায় viral হয়ে গিয়েছে ছবিটি।

কী বিশেষত্ব এই পোশাকটির?

এই পোশাকটি ডিজাইন করেছেন ইতালিয়ান ডিজাইনার পিয়েরপাওলো পিকিওলি। রিহানার মাতৃত্বকালীন চেহারার কথা মাথায় রেখে এই পোশাকটির ডিজাইন করেছেন তিনি।

এই গাউনের সঙ্গে মানানসই সাদা স্নিকার পরেছিলেন রিহানা। সব মিলিয়ে তাঁর পোশাকের ছবি Viral নেটদুনিয়ায়।

বন্ধ করুন