Rose day 2023 rose benefits for skin know all in detail: রোজ ডে প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন। সম্পর্ক গভীর করা ছাড়াও গোলাপের বেশ কয়েকটি গুণ রয়েছে। ত্বকের যত্ন নিতেও এই ফুুল বিশেষ উপকারী।
1/6৭ ফেব্রুয়ারি রোজ ডে। বিশেষ মানুষকে এই দিন গোলাপ দিয়ে মনের কথা জানানোর দিন। শুধু সম্পর্ক গভীর করতেই নয়, গোলাপ ফুলের গুণ রয়েছে আরও। ত্বকের যত্ন নিতেও এই ফুুল বিশেষ উপকারী। (Freepik)
2/6ট্যান কমায়: সারাদিন বাইরে ঘোরাঘুরিতে ত্বকে ট্যান পড়ে যায়। গোলাপের জল সহজেই ট্যান দূর করতে সাহায্য করে। গোলাপের নির্যাস ট্যানের সমস্যা দূর করে। (Freepik)
3/6শরীরের দুর্গন্ধ কমায়: শরীরের বিশেষ করে বগলের দুর্গন্ধ কমাতেও গোলাপ বেশ উপকারী। গোলাপ জল ও চন্দন কাঠের গুঁড়ো দিয়ে তৈরি বিশেষ মাস্ক লাগালে দুর্গন্ধ দূর হয়। (Freepik)
4/6পায়ের তলায় প্রয়োগ করা যায়: ধীরে ধীরে গরম পড়ে যাচ্ছে। এই সময় পায়ের তলায় নারকেল তেল, গোলাপ পাপড়ি ও দুধের তৈরি মাস্ক লাগান। এতে শরীর ঠান্ডা থাকবে, পায়ের দুর্গন্ধ দূর হয়। (Freepik)
5/6গোলাপ জলে স্নান: গোলাপ জল দিয়ে স্নান করলে ত্বকের প্রদাহজনিত সমস্যাও অনেকটা কমে যায়। স্নান করার আগে গোলাপের পাপড়ি হালকা গরম জলে মিশিয়ে নিন। এতে অনেকটাই রেহাই মিলবে। (Freepik)
6/6ত্বকের যত্ন: গোলাপের পাপড়ি আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে জল ছেঁকে নিয়ে তাতে নারকেল তেল মিশিয়ে নিন। স্নানের আগে বা পরে ত্বকে গোলাপের এই তেল মাখলে অনেকটাই বাড়বে ত্বকের জেল্লা। (Freepik)