Rose day 2023 rose in history religion and culture: গোলাপ দিবস ৭ ফেব্রুয়ারি। এক সময় প্রাচীন ধর্মগ্রন্থ, ইতিহাস, রাজনীতি ও যুদ্ধে বারবার ফিরে এসেছে এই ভালোবাসার ফুল। বিভিন্ন ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গোলাপ।
1/7গোলাপ দিবস ৭ ফেব্রুয়ারি হলেও এক সময় প্রাচীন ধর্মগ্রন্থ, ইতিহাস, রাজনীতি ও যুদ্ধে বারবার ফিরে এসেছে এই ভালোবাসার ফুল। বিভিন্ন ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গোলাপকে লালসা ও গুপ্ত অর্থেও ব্যবহার করা হত। (Wikipedia)
2/7গ্রিস ও রোমে প্রাচীনকালে গোলাপকে প্রেমের দেবী আফ্রোদিতে বা ভেনাসের সঙ্গে সম্পর্কিত ভাবা হত। সেই থেকেই গোলাপ ও প্রেমকে সমার্থক ভেবে আসা হচ্ছে। তবে ধর্মের সঙ্গেও নানাভাবে জড়িয়ে এই ফুল। (Wikipedia)
3/7খ্রিষ্টধর্মের উদ্ভবের আগে গোলাপকে যীশুর জন্মদাত্রী মেরির সঙ্গে তুলনা করা হত। রোজ নামটি থেকেই খ্রিষ্টধর্মের জপমালা ‘রোজারি’-র নামকরণ হয়। ইসলামেও এই ফুল সৌন্দর্যের প্রতীক। আরব্য রজনীতে বারবার ফিরে এসেছে গোলাপের কথা। গোলাপের আতর ইসলামি সংস্কৃতিরই অবদান বলা যায়। (Wikipedia)
4/7ইউরোপে তখন গুপ্ত সমিতির আমল। তাদের প্রতীকেও ছিল গোলাপ ফুলের চিহ্ন। গোলাপের বহুস্তরের পাপড়ি যেন গোপন করে রাখছে কিছু। এই অর্থ বোঝাতেই ব্যবহার করা হত। (Wikipedia)
5/7ড্যান ব্রাউনের বিখ্যাত উপন্যাস দ্য ভিঞ্চি কোডে যীশুর শিষ্যা ম্যাগডালেন যীশুর স্ত্রী ভূমিকায় দেখানো হয়। যা নিয়ে ভীষণ শোরগোল হয় তখন। তবে ম্যাগডালেন ও যীশুকে একসঙ্গে বোঝাতে গোলাপে মোড়া ক্রসের চিহ্ন ব্যবহৃত হয়। (Wikipedia)
6/7গোলাপকে লালসার প্রতীক হিসেবেও দেখা হয়। গোলাপের লাল রঙ লালসা আর গঠন যোনিকে বোঝায়। মৌখিকভাবে এটি আগে বোঝানো হত, পরে তা সাহিত্যেও আসে। (Wikipedia)
7/7ইংল্যান্ডে এক সময় অনেকদিন ধরে চলে ‘গোলাপের যুদ্ধ’। ব্রিটেনের দুই অভিজাত গোষ্ঠী ইয়র্কিস্ট এবং ল্যাঙ্কাস্ট্রিয়ানদের মধ্যে প্রায় বত্রিশ বছর ধরে চলে এই যুদ্ধ। (Wikipedia)