দীর্ঘদিন পর আবার গর্ভধারণ ও সন্তান প্রসব। রয়্যাল বেঙ্গল টাইগারের এই গল্পই এবার সংবাদ শিরোনামে। তবে একটি বিশেষ কারণেই। গত ১৮ বছর বাংলার গর্ব এই রয়্যাল বেঙ্গল টাইগার কোনও সন্তান প্রসব করেনি। একভাবে যা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তবে এখন সেসব ভুলে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে। চিড়িয়াখানায় নতুন অতিথি আসায় খুশির আমেজ চারপাশেই। সম্প্রতি দিল্লির চিড়িয়াখানায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেয় সিদ্ধি নামের ওই রয়্যাল বেঙ্গল টাইগার। এক দুই বছর নয়, টানা ১৮ বছর সন্তানহীন ছিল সিদ্ধি। অবশেষে আনন্দের হাসি ফুটল যার সন্তান প্রসবের পর। এই দিন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেয়। এর মধ্যে দুটি সুস্থ ও তিনটি মৃত সন্তানের জন্ম দিয়েছে সিদ্ধি।
আরও পড়ুন: প্রস্রাবে খুব দুর্গন্ধ হচ্ছে? হয়তো বড় কোনও সমস্যা হয়েছে, কী করবেন
আরও পড়ুন: ভ্যাপসা গরমে ছোট্ট খুদেও ঘামাচিতে জেরবার? কী করলে রেহাই মিলবে জানেন
সোমবার কেন্দ্রীয় বনমন্ত্রকের তরফে একটি সরকারি বিবৃতি জারি করে বলা হয়, এই মুহূর্তে দুটি শিশুই তাদের মায়ের কাছে রয়েছে। দুজনেই মায়ের উপর নির্ভরশীল। পাশাপাশি মায়ের দুধও খাচ্ছে তারা। একসঙ্গে জানানো হয়, তিনজনেই এখন সিসিটিভি ক্যামেরার নদরদারিতে রয়েছে। কোনওরকম সমস্যা হলেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাই এমন ব্যবস্থা। চিড়িয়াখানার কর্মীরাই পালা দিয়ে সিসিটিভির মাধ্যমে নজর রাখছে সিদ্ধির উপর। আপাতত দিল্লির ন্যাশনাল জুলজিকাল পার্কে চারটি প্রাপ্তবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। করণ, সিদ্ধি, অদিতি আর বরখা নামের চারটি রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে সিদ্ধির ঘর থেকেই এল সুখবর। প্রসঙ্গত, ১৯৫৯ সাল থেকেই দিল্লির চিড়িয়াখানায় বাঘ রাখা হয়। শুরুর বছর থেকেই বাঘ ছিল চিড়িয়াখানার বড় আকর্ষণ। পরে ১৯৬৯ সালের ১৪ মে জুনাগাঢ় চিড়িয়াখানার তরফে দুটি সিংহশাবক পায় দিল্লির চিড়িয়াখানা। বদলে দুটি ব্যাঘ্রশাবক পাঠানো হয় ওই চিড়িয়খানায়।
দিল্লির চিড়িয়াখানায় বাঘ রাখার অন্যতম উদ্দেশ্য ছিল ব্যাঘ্রপ্রজাতির সংরক্ষণ ও শিক্ষামূলক উদ্যোগ। এই চিড়িয়াখানায় প্রচুর বাঘই সুস্থভাবে সন্তান প্রসব করেছে। পাশাপাশি অন্য চিড়িয়াখানাকে ব্যাঘ্রশাবকও পাঠিয়েছে দিল্লির ন্যাশনাল জুলজিকাল পার্ক। এর মধৎএরয়্যাল বেঙ্গল টাইগার সিদ্ধির ঘরেই এবার জন্ম নিল আরও দুই ব্যাঘ্রশাবক। আপাতত মা ও সন্তান ভালো আছে বলেই জানা যাচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup