প্রবাদপ্রতিম সুরকার শচীন দেববর্মনের জন্মদিন জ্ঞান মঞ্চে উপলক্ষে আয়োজিত হল এক বিশেষ সন্ধ্যা। আয়োজনে ছিল স্তুতি আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর সুরারোপিত গানের সংখ্যা অনেক। তেমনই কিছু গান নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও আলোচনা হয় ওঁর সুর নিয়েও।
(আরও পড়ুন: সোমবার এক ধাক্কায় কমল গদর ২-র আয়!'পাঠান' শাহরুখের রেকর্ড ভাঙতে ব্য়র্থ হবেন সানি?)
(আরও পড়ুন: পর্দায় দীপের দাদাই! বাস্তবে বাবা হলেন ‘অনুরাগের ছোঁয়া'র প্রতীক সেনগুপ্ত, ছেলে হল না মেয়ে?)
সমকালীন গানের উপর ত্রিপুরার লোকসঙ্গীতের প্রভাব, সিনেমার গানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োগের দিক উঠে আসে আলোচনায়। যন্ত্রানুসঙ্গ নিয়ে ওঁর বিভিন্ন পরীক্ষামূলক দিকও তুলে ধরা হয় অনুষ্ঠানে।
(আরও পড়ুন: বাদ রণবীর,পর্দায় দাদাগিরি দেখাবেন তিনি? সৌরভের বায়োপিক নিয়ে মুখ খুললেন আয়ুষ্মান)
(আরও পড়ুন: ‘বাবা চান না..’, ছেলে রাজবীরের অভিনয়ে আপত্তি সানির! ২২ বছরের ব্যর্থতাই কি কারণ?)
আয়োজক সংস্থার কর্ণধার এবং প্রেসিডেন্ট মিলি ভৌমিকের পরিচালনায় পঞ্চাশজন ছাত্রছাত্রীদের নিয়েএই অনুষ্ঠান করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে চার থেকে চল্লিশ, সব বয়সের গায়ক-গায়িকাই।
(আরও পড়ুন: গদর-২ সাফল্যের মাঝেই ‘দেওল’ পরিবারে শোকের ছায়া, কাছের মানুষকে হারালেন ববি)
(আরও পড়ুন: র্যাম্প শো-তে সকলের সামনেই চূড়ান্ত অপমান, কেঁদে ফেলেন কৃতি)
এই দিন সন্ধ্যায় জ্ঞান মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা সাংস্কৃতিক জগতের বিভিন্ন তারকা। এর মধ্যে ছিলেন বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়। অন্যদিকে বিশিষ্ট নাট্য অভিনেতা চন্দন সেনও ছিলেন অনুষ্ঠানের মূল অতিথি হিসেবে।