বাংলা নিউজ > টুকিটাকি > Samudra Shastra: মেয়েদের শরীরের কোন অংশে চুল থাকা শুভ? শাস্ত্র কী বলছে জানলে অবাক হবেন

Samudra Shastra: মেয়েদের শরীরের কোন অংশে চুল থাকা শুভ? শাস্ত্র কী বলছে জানলে অবাক হবেন

মেয়েদের শরীরের কোন অংশে চুল থাকা শুভ? (Freepik)

জ্যোতিষ শাস্ত্রের একটি শাখা হল সমুদ্র শাস্ত্র।  এই শাস্ত্রমতে, ব্যক্তির শারীরিক গঠন, আকার, আকৃতি এমনকি চুল দেখে তাঁদের বিষয়ে নানা কিছু জানা যায়‌। চোখ, নাক, মুখ এমনকি হাত-পায়ের গঠন দেখেও ওই ব্যক্তির ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে জানা যায়।

জ্যোতিষ শাস্ত্রের একটি শাখা হল সমুদ্র শাস্ত্র।  এই শাস্ত্রমতে, ব্যক্তির শারীরিক গঠন, আকার, আকৃতি এমনকি চুল দেখে তাঁদের বিষয়ে নানা কিছু জানা যায়‌। চুলের রঙ ও গড়নের পাশাপাশি চোখ, নাক, মুখ এমনকি হাত-পায়ের গঠন দেখেও ওই ব্যক্তির ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে জানা যায়। ঋষি সমুদ্র এই শাস্ত্র রচনা করেন। এই শাস্ত্র মতে, শরীরের কিছু অংশে চুল থাকা অত্যন্ত শুভ। আবার কোনও কোনও অংশে থাকা লোম বা চুল অশুভ ইঙ্গিত বয়ে আনে। পুরুষ বা মহিলার শরীরের নানা অংশে লোম বা চুল থাকলে তা নানা সংকেত বহন করে। শাস্ত্রয় বলা হয়, যে মহিলার শরীরে এমন লক্ষণ রয়েছে, তাঁরা স্বামী জীবনে সৌভাগ্যের কারণ হন। একনজরে জেনে নেওয়া যাক, সমুদ্র শাস্ত্র অনুযায়ী, মহিলাদের শরীরের কোন অংশে চুল বা লোম থাকা শুভ ও কোন অংশে চুল থাকা অশুভ।

কানে চুল

এই শাস্ত্র মতে, কানে চুল থাকা ভীষণ শুভ। এমন জাতিকার কাছে প্রচুর অর্থ থাকে। এঁরা বিলাসবহুল জীবন যাপন করতে অভ্যস্ত হন। অল্প চেষ্টাতেই এরা অনেক কিছু লাভ করেন। এ ছাড়াও কানে চুল থাকলে মহিলারা অত্যন্ত প্রতিভাবান হন। এঁদের ওপর সবসময় ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ করেন।

আরও পড়ুন: আর দেরি নেই, ডুবতে বসেছে নিউ ইয়র্কের মতো অত্যাধুনিক শহরও! কারণ জানালেন গবেষকরা

আরও পড়ুন: চাপ দাড়ি না ক্লিন শেভড, ছেলেদের কেমন গাল পছন্দ মেয়েদের, রহস্য ফাঁস

পিঠে চুল

সমুদ্র শাস্ত্র অনুযায়ী মহিলাদের পিঠে চুল থাকাও বড় শুভ ইঙ্গিত। এই মহিলারা ভীষণ সাহসী হন। এমন জাতিকারা একদিকে যেমন বিশ্বস্ত হন, অন্যদিকে তেমনই দায়িত্বশীল হয়ে থাকেন। এঁদের অর্থভাগ্যও উজ্জ্বল হয়। 

লম্বা ঘন চুল

শাস্ত্র মতে যে মহিলাদের মাথার চুল লম্বা, ঘন ও কালো সেই মহিলারা অত্যন্ত শুভ।  এমন মহিলার সঙ্গে পূরুষের বিবাহ হলে, পুরুষরা সাফল্যের শীর্ষে পৌঁছান। শুধু তাই নয়, চাকরি ও ব্যবসাতেও প্রভূত উন্নতির শিখরে পৌছান তাঁরা। সমুদ্র শাস্ত্র মতে, এমন চুলের অধিকারী মেয়েরা নিজের গুণেই সংসার আলো করে। শ্বশুরবাড়িতে সবার ভালোবাসা অর্জন করে নেয় এই মেয়েরা। পাশাপাশি সংসারের জন্যও ভীষণ শুভ এমন মেয়েরা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন