বাংলা নিউজ > টুকিটাকি > Oily Skin Remedies: তৈলাক্ত ত্বকের কারণে জেরবার? ভরসা রাখুন চন্দনে
পরবর্তী খবর

Oily Skin Remedies: তৈলাক্ত ত্বকের কারণে জেরবার? ভরসা রাখুন চন্দনে

তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করুন চন্দনে (ফাইল ছবি)

ত্বক ভীষণ ঘামে? মুখ চ্যাটচ্যাট করে? ব্রণ, ফুসকুড়ির সমস্যা কিছুতেই দূর হচ্ছে না? প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে ভরসা রাখুন চন্দনে।

ত্বক বিভিন্ন ধরনের হয়। এর মধ্যে শুষ্ক ত্বকের সমস্যা একরকম। কিন্তু সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করে তৈলাক্ত ত্বক। ব্রণ ফুসকুড়ি, ব্রেকআউট লেগেই থাকে। আর তৈলাক্ত ত্বক হলে সারাক্ষণ মুখ চ্যাটচ্যাট করতে থাকে। একটা চোরা অস্বস্তি হয়। মেকআপ বসে না ঠিক করে। ফলে যাঁদের তৈলাক্ত ত্বক হয় তাঁদের অনেক বেশি যত্নের প্রয়োজন দরকার।

বাজারে তৈলাক্ত ত্বকের জন্য নানান ধরনের ক্রিম, ইত্যাদি পাওয়া যায়। কিন্তু সেসবে অনেক পরিমাণে রাসায়নিক থাকে যা ত্বকের ভালো করতে গিয়ে উল্টে ক্ষতি করে দেয়। একেই তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা কম হয়, তার মধ্যে রাসায়নিক যদি ত্বকের আরও ক্ষতি করে তাহলে সমস্যা জটিল হয়ে ওঠে। মুখের কোমল ভাবটাই নষ্ট হয়ে যায়। পাশাপাশি ক্রিম ব্যবহার করলে আবার ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। হাওয়া চলাচল করতে পারে না। ব্রণ দেখা দেয় তখন।

তাহলে তৈলাক্ত ত্বক থেকে মুক্তির উপায় কি?

বাজারে কিনতে পাওয়া ক্রিম, ইত্যাদির থেকে ঘরোয়া টোটকার উপর ভরসা করুন। চন্দনের থেকে ভালো এই ক্ষেত্রে অন্য কিছু হতে পারে না। বহু বছর ধরেই চন্দন ব্যবহার করা হয়ে থাকে তৈলাক্ত ত্বকের পরিচর্চার জন্য। এটা যেমন ত্বকের চিটচিটে ভাব কমায় তেমনই ভালো রাখে। আয়ুর্বেদেও চন্দনের কথা বলা আছে। চন্দন দিয়ে এখন অনেক ক্রিম তৈরি হয়। এছাড়া চন্দন বেটে সেটা মুখে লাগানো যেতে পারে।

চন্দনের উপকারিতা কী?

চন্দন বাটা মুখে লাগালে তা ত্বককে ঠাণ্ডা রাখে। অন্যদিকে তৈলাক্ত ভাব অনেকটাই দুর করে চন্দন।

কীভাবে চন্দন ব্যবহার করবেন?

চন্দন গুঁড়োর সঙ্গে দুধ বা গোলাপ জল মিশিয়ে তাতে অল্প হলুদ দিয়ে মিশ্রণ বানিয়ে সেটা মুখে লাগাতে পারেন। মিনিট ১৫ রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন তারপর।

অথবা চন্দন গুঁড়োর সঙ্গে স্রেফ গোলাপ জল মিশিয়ে মুখে লাগান, এতেও উপকার পাবেন। শুকিয়ে এলে তা ধুয়ে তুলে দিন। নিয়মিত এই মিশ্রণ ব্যবহার করলে ত্বক ভালো থাকবে। তৈলাক্ত ভাব দূর হবে, একই সঙ্গে মুখের দাগ ছোপ কমে আসবে।

Latest News

'সারাক্ষণ মহিলাদের বুক,পেট,পাছা নিয়ে মন্তব্য করে যায়…', কুণালকে পালটা স্বস্তিকা ICC Ranking-T20তে শীর্ষে ভারতই! ১ নম্বর অলরাউন্ডার লিভিংস্টোন, প্রথম দশে হার্দিক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, জলপাইগুড়িতে আলোড়ন ভুয়ো চাকরির টোপ গিলে বিপদ, বিহারে উদ্ধার বাংলার ২০০ যুবক এক বছর পর স্বরাশিতে প্রবেশ দৈত্যগুরুর, শুক্রর কৃপায় ৩ রাশির বাড়বে আয় অক্ষয়ের দেশাত্মবোধক ছবির কাজ করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, মুক্তি কবে? ‘নতুন আশীর্বাদের উদযাপন...’ নিজের বেবিশাওয়ারের ছবি শেয়ার করে কী জানালেন দৃষ্টি ৩৬ রানে ৭ উইকেট! শেষে আফগানদের বিরুদ্ধে আরও বড় লজ্জার মুখে পড়ল দক্ষিণ আফ্রিকা করণের চমক! বাফটা-এমি জয়ী রিয়েলিটি শো-এর ভারতীয় সংস্করণের সঞ্চালনায় ধর্মা কর্ণধার ‌‘‌দু’‌বছরের মধ্যে হবে ঘাটাল মাস্টারপ্ল্যান’‌, শিশু মৃত্যুর খবর পেয়ে ঘোষণা মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.