এই বছর সন্দেশ পত্রিকার ১১০ বছর পূর্তি। সেই উপলক্ষেই প্রকাশিত হল বিশেষ সন্দেশ ক্যালেন্ডার। শতাব্দী প্রাচীন ছোটদের পত্রিকার বিখ্যাত প্রচ্ছদগুলি নিয়ে সেজে উঠেছে এই ক্যালেন্ডার। ২১ জানুয়ারি আইসিসিআর এর স্পাইসেস এন্ড সসেস ক্যাফেতে প্রকাশিত হয় এই বিশেষ ক্যালেন্ডার। প্রকাশনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার বর্তমান সম্পাদক সন্দীপ রায়, প্রকাশক অমিতানন্দ দাশ, বিশিষ্ট আর্কাইভিস্ট দেবজিৎ বন্দোপাধ্যায়, বিশিষ্ট সত্যজিৎ গবেষক দেবাশিস মুখোপাধ্যায়,জিনিয়াস কিডস এর বিকাশ কুমার সিং, দ্য ড্রিমার্স পিআর এজেন্সির সুদীপ্ত চন্দ প্রমুখ।

ছোটদের সচিত্র মাসিকপত্র
প্রসঙ্গত এই ক্যালেন্ডার প্রকাশের উদ্যোগ নেয় দ্য ড্রিমার্স মিউজিক পি.আর এজেন্সি। তাদের দশম বছরের ক্যালেন্ডারে আকর্ষণ হিসেবে রয়েছে সন্দেশ পত্রিকার প্রচ্ছদ। সামগ্রিক পরিকল্পনার পিছনে রয়েছেন সংস্থার কর্ণধার সুদীপ্ত চন্দ। এছাড়াও, সহযোগিতায় জিনিয়স কিডস্। সন্দীপ রায়ের হাতেই এদিন উদ্বোধন হয় পত্রিকার। তাঁর উপস্থিতিতে সন্দেশ পত্রিকার বিবর্তন, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও হয়।
উল্লেখ্য ১৯১৩ সালে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর হাত ধরে এই পত্রিকার পথ চলা শুরু। ইউ. রায় এন্ড সন্স ছিল এর প্রকাশক। সংস্থাটি ছিল বিখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। প্রথমদিকে এর সঙ্গে যুক্ত ছিলেন উপেন্দ্রকিশোর ও তাঁর দুই পুত্র সুকুমার এবং সুবিনয়। মাঝে দুইবার পত্রিকা ছাপা বন্ধও হয়ে গিয়েছিল। প্রথমে ১৯২৯ সাল, পরে ১৯৩৪। তবে নতুন উদ্যমে সত্যজিৎ রায়ের হাত ধরে শুরু হয় পথ চলা। ১৯৬১ সালে সহ সম্পাদক বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে শুরু হয় নতুন করে ছোটদের বিখ্যাত পত্রিকা সন্দেশ। ফেলুদা, প্রফেসর শঙ্কু এর মতো চরিত্রের আত্মপ্রকাশও সন্দেশের পাতায়।

সন্দেশ শারদীয় সংখ্যা ১৩৯১
দীর্ঘ একশো বছরে প্রচ্ছদ অলংকরণ করেছেন অনেকেই। তবে রায় পরিবারের চার প্রজন্ম এতে বিশেষ ভাবে নিয়োজিত থেকেছেন। উপেন্দ্রকিশোর, সুকুমার, সত্যজিৎ এবং সন্দীপ। ক্যালেন্ডারে এই চারজনেরই কাজকে তুলে ধরা হয়েছে। ছয় পাতার দেওয়াল ক্যালেন্ডার নিয়ে এদিন সন্দীপ রায় বলেন, 'খুবই ভালো উদ্যোগ সন্দেশের ১১০ বছরকে স্মরণ করা ক্যালেন্ডারের মাধ্যমে। ছোটোদের পত্রিকা বলতে সন্দেশের কথা অনস্বীকার্য। দিকপাল সব লেখকদের কাজে বছরের পর বছর সমৃদ্ধ হয়েছে এই পত্রিকা। একশো বছর পেরিয়েও এখনও প্রকাশিত হচ্ছে। এই ক্যালেন্ডারে বেশ কিছু প্রচ্ছদ ব্যবহার করা হয়েছে যা এই পত্রিকার গৌরবের দিনগুলোকে স্মরণ করায়।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup