রবিবার সকাল থেকে বিশ্বের সবচেয়ে উঁচু সরস্বতী প্রতিমা দেখতে বাটানগর নিউল্যান্ড মাঠে ভিড় জমালেন দর্শনার্থীরা। এর আগেই দেখা গিয়েছে যোধপুর পার্ক ও দেশপ্ৰিয় পার্কের আকাশছোঁয়া দুর্গা প্রতিমা । তবে সরস্বতী পুজোয় এই প্রথম বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা গড়ে বাজিমাত করলো মহেশতলা।
এত বছর ধরে বাটানগর ক্লাব ও ক্রিয়েশান ক্লাব পৃথকভাবে পুজো করে আসলেও বড় পুজো করার যৌথ স্বার্থেই এবছর একসাথে কাজে হাত মিলিয়েছেন এই দুই ক্লাব। লোহার পাইপ, চট, থার্মোকল ইত্যাদি দিয়েই তৈরি হয়েছে মণ্ডপ এমনটাই জানালেন পুজো কমিটির উদ্যোক্তারা।
আরও পড়ুন - পার্থ চট্টোপাধ্যায়ের সংকট এখনও কাটেনি, চিকিৎসকদের টিম পেলেন বড় সমস্যা
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনন্য চিন্তারই ফসল এই অভিনব নির্মাণটি। জানালেন, মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা।
সৃজনশীলতার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিতেও নজর রেখেছেন উদ্যোক্তারা। কোনরকম প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি এড়াতে প্রতিমার মূল কাঠামোকে পর্যাপ্ত উঁচু বাঁশ দিয়ে ঘেরা হয়েছে এমনটাই বললেন, শিল্পী সোমনাথ তামলি ও পূজা কমিটির সদস্যরা।
আরও পড়ুন - চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা পুরসভা, কোন কাজ করবেন তাঁরা?
স্থানীয় বাসিন্দাদের মতে, মহেশতলার এই দশতলা সমান সরস্বতী প্রতিমার আয়োজন তাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।