বাংলা নিউজ > টুকিটাকি > Saraswati puja lady priest: সরস্বতী পুজোয় মহিলা পুরোহিত! উপচে পড়ল পুজো দেখার ভিড়

Saraswati puja lady priest: সরস্বতী পুজোয় মহিলা পুরোহিত! উপচে পড়ল পুজো দেখার ভিড়

সরস্বতী পুজোয় মহিলা পুরোহিত। ছবি ANI

Saraswati puja lady priest viral video on social media: সরস্বতী পুজোর আয়োজন থেকে পুজো, সবটাই করছেন মহিলা পুরোহিত। তাই দেখে পুজো দেখার ভিড় উপচে পড়ল। নেটদুনিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো।

এবারে নদিয়ার ভীমপুর আসাননগর বাজারে মহিলা পুরোহিতই আরাধনা করলেন বাগদেবীর। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সকাল মানে পুরোহিতদের চূড়ান্ত ব্যস্ততা। এই দিন রীতিমতো তাদের নিয়ে টানাটানি পড়ে যায়। কার বাড়ির পুজো আগে হতেই হবে সেই নিয়ে তাঁদেরও কম ব্যস্ততা থাকে না। ভোর ভোর পুজোর জোগাড়যন্ত্র করে ফেলেই অপেক্ষা শুরু হয় পুরোহিতের। তবে এমন ব্যস্ততার ঠিক ব্যতিক্রমী ছবিই ধরা পড়ল নদীয়া জেলায়। সেখানে ভীমপুর আসাননগর বাজারে বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছিল সকাল থেকেই। তবে পুজোর জন্য আলাদা করে আর ডাক পড়েনি পুরোহিতের। চিরাচরিত রীতিনীতির বিপরীতে হেঁটে মহিলাদের মধ্যে থেকেই একজন বসেছেন পুরোহিতের আসনে। এই নিয়ে অবশ্য অনেকের বিস্ময়ের শেষ ছিল না। আপত্তি যে ওঠেনি তা নয়। তবে ধোপে টেকেনি। মহিলা পুরোহিতের পুজো দেখতে লোকও উপচে পড়ে।

পুরোহিতের আসনে থাকা তরুণী সংবাদ মাধ্যমকে জানান, মহিলারা সবসময় বাড়ির মধ্যে পুজো করবে। বাড়িতেই আটকে থাকবে তা কেন! মনের শুদ্ধতা কখনও লিঙ্গভেদ করে না। এছাড়াও, তিনি বলেন, সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তাই এই পুজোয় পুরোহিতের আসনে বসে সমাজকে একটি বার্তা পৌঁছে দেওয়া। এদিন পুজো দেখতে আসা এক তরুণের কথায়, এটা খুবই ভালো উদ্যোগ। এভাবেই মেয়েরা আরও এগিয়ে আসুক। সমাজের নানা ক্ষেত্রে তারা অংশ নিক, এমনটাই মতামত তাঁর।

কোনও পুজো অনুষ্ঠানে মহিলা পুরোহিতের পৌরোহিত্য যেন দীর্ঘদিন ধরে চলে আসা ধারণায় নাড়া দেয়। হিন্দুদের ধর্মীয় গ্রন্থে মহিলা পুরোহিত বা ঋষির উল্লেখ যে নেই তা নয়। কিন্তু এরপরেও দিনের শেষে কোথাও যেন বারবার প্রধান হয়ে ওঠে আচারবিচার, দীর্ঘদিনের ধারণাটাই। তবে এমন বাধা বিপত্তি থাকতেও অনেকেই তা কাটিয়ে উঠছেন। দেবতার পুজো ও অন্যান্য যাজ্ঞিক কাজকর্মে জায়গা করে নিচ্ছেন। তেমনই ২৬ জানুয়ারি সরস্বতী পুজোয় নজির গড়ল কয়েকজন মহিলা পুরোহিত। বাগদেবীর আরাধনায় এতদিন জোগাড়যন্ত্রের কাজেই দেখা মিলত মহিলাদের। কিন্তু যারা জোগাড় ও পুজোর সমস্ত ব্যবস্থাপনায় পারদর্শী, তারা পুজো পারবে না এও কি হয়! বাড়ির নিত্যদিনের পুজোও তো তাদের হাতেই হয়। তাদের হাতেই গৃহদেবতার রোজকার খাওয়াদাওয়া ও পুজো পাওয়া।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন