Heart attack symptoms : গাড়িতেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় অভিনেতা সতীশ কৌশিকের। কোন কোন লক্ষণ দেখলে আগে থেকে সতর্ক হবেন। রইল বিস্তারিত হদিশ।
1/6গাড়ি করে যাচ্ছিলেন নিজের গন্তব্যে। মাঝপথে হঠাৎই বুকে ব্যথা। আর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু। হাসপাতাল পৌঁছানোর সময় পর্যন্ত দেয় না হার্ট অ্যাটাক। বলিউডের বিখ্যাত অভিনেতা সতীশ কৌশিকের হঠাৎ প্রয়াণ সেই সত্যিই উস্কে দিল। সাডেন হার্ট অ্যাটাকে মৃত্যু এত দ্রুত হয়, যে চিকিৎসার সময় পর্যন্ত পাওয়া যায় না। তবে আগে থেকে কিছু ব্যাপারে সতর্ক থাকলে মৃত্যুও ঠেকানো যায়। (LM)
2/6বাড়ির কারও হার্ট অ্যাটাক বা সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে? তাহলে সতর্ক হন। পরিবারের সব সদস্যদের নিয়মিত হৃদযন্ত্রের পরীক্ষা করানো জরুরি। (LM)
3/6হার্ট অ্যাটাকের মতোই আরেকটি ভয়ের কারণ কার্ডিয়োমায়োপ্যাথি। বাড়ির কোনও সদস্যদের এই রোগ হয়ে থাকলেও হতে হবে। (LM)
4/6অল্প কাজ করলেই হাঁপিয়ে পড়ছেন? প্রচন্ড ব্যথা হয় বুকের কাছটায়? এটিও দুর্বল হার্টের লক্ষণ। এই ব্যাপারে আগে থেকে সতর্ক হওয়া জরুরি। (LM)
5/6ধূমপান থেকেও বাড়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা। নিয়মিত ধূমপানের কারণে ফুসফুসে চাপ পড়ে। ফুসফুসের নানা রোগের নেপথ্যেও রয়েছে ধূমপান। এর থেকে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। (LM)
6/6শ্বাসকষ্টের সমস্যা হার্ট অ্যাটাকের বড় লক্ষণ। হার্ট অ্যাটাক হওয়ার কিছু আগে এই সমস্যা গুরুতর হয়। হঠাৎ করে এমন হলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া জরুরি। (LM)