বাংলা নিউজ > টুকিটাকি > Bizarre news: ‘যৌন গল্প লেখো রসিয়ে রসিয়ে’, স্কুলপড়ুয়াদের ‘হোম ওয়ার্ক’ দিয়ে ফ্যাঁসাদে শিক্ষক

Bizarre news: ‘যৌন গল্প লেখো রসিয়ে রসিয়ে’, স্কুলপড়ুয়াদের ‘হোম ওয়ার্ক’ দিয়ে ফ্যাঁসাদে শিক্ষক

স্কুলপড়ুয়াদের এমনই অ্যাসাইনমেন্ট করে আনার নির্দেশ (HT_PRINT)

Bizarre news: যৌনতা নিয়ে গল্প লিখতে হবে রসিয়ে রসিয়ে। স্কুলপড়ুয়াদের এমনই অ্যাসাইনমেন্ট করে আনার নির্দেশ দিলেন শিক্ষক। আর তা নিয়েই তুমুল বিতর্ক।

স্কুলের থেকে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে ছোট্ট খুদেকে। এখন প্রতি সপ্তাহের শেষে এমন ঘটনা বাবা মায়েদের কাছে খুব সাধারণ ব্যাপার। তবে কিছু আ্যাসাইনমেন্ট বেশ ‘আজব’ও হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগনের একটি স্কুলে পড়ুয়াদের তেমন এক ‘আজব’ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। স্কুলের শিক্ষক পড়ুয়াদের বলেন, যৌন ফ্যান্টাসি নিয়ে একটি ছোট গল্প লিখতে আনতে হবে! অ্যাসাইনমেন্টের এমন ছিরি দেখে রীতিমতো খেপে বোম অভিভাবকরা। সমাজ মাধ্যমে এই নিয়ে শিক্ষককে একহাত নেন তাঁরা।

আরও পড়ুন: প্রেম দুটো, কিন্তু বিয়ে কাকে? শেষে দুই প্রেমিকাই বাতলে দিলেন দারুণ ফন্দি 

আরও পড়ুন: টাকা দিয়েই সুখ কেনা যায়, তবে কত টাকা? হাতেকলমে হিসেব দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ

ঠিক কী বলা হয়েছিল অ্যাসাইনমেন্টে? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউজিনের চার্চিল হাই স্কুলের ওই শিক্ষক পড়ুয়াদের যৌন ফ্যান্টাসি কেমন হয়, তা নিয়ে নিজেদের মতো করে একটি ছোট গল্প লিখতে বলেন। সেই গল্পে কী কী বিষয় রাখা যাবে, আর কী কী বিষয় রাখা যাবে না, তারও একটি নির্দেশিকা দিয়ে দেন। নির্দেশিকায় বলা হয়, পালক, সুমিষ্ট সিরাপ ও মাসাজ অয়েল নিয়ে সাজাতে হবে সেই গল্প। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য বিষয়ক ক্লাসের পড়ুয়াদের বলা হয়, এই গল্পে সেক্স টয়ের কথাও রাখা যাবে। জেলার তরফেও সিলেবাসে এমন বিষয় অনুমোদন করা হয়। 

আরও পড়ুন: বেশি দূষণে পুরুষ মৌমাছিদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে স্ত্রীরা! বিপদ বাড়ছে মানুষেরও

আরও পড়ুন: কাপড় ড্রাই ক্লিন করান? তা থেকেই বাসা বাঁধছে মারাত্মক রোগ, কোনও চিকিৎসাও নেই

কী কী বিষয় থাকবে না এই অ্যাসাইনমেন্টে? যৌন ফ্যান্টাসির এই গল্পে কোনওরকম সঙ্গম বা মৌখিক যৌনতার কথা রাখা যাবে না। এমনকী এক সঙ্গী থেকে অন্য সঙ্গীর শরীরে কোনও যৌনবাহিত রোগ পরিবাহিত হচ্ছে, তেমন দৃশ্য রাখা যাবে না। তবে রোম্যান্টিক গান, মোমবাতি, মাসাজ অয়েল ইত্যাদির ব্যবহার করতে কোনও সমস্যা নেই। শিক্ষকের এমন আজব অ্যাসাইনমেন্ট নিয়েই সরব হন অভিভাবকরা। পাশাপাশি এমন উদ্ভট সিলেবাস অনুমোদনের জন্য জেলার শিক্ষা দপ্তরের বিরুদ্ধেও একদফা প্রতিবাদ করেন সেই অভিভাবকরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন