Durga Puja 2022: ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার কলকাতার রাস্তায় শোভাযাত্রা। হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আরও অনেকে।
1/5এসে গেল সেপ্টেম্বর মাস। শুরু হয়ে গেল দুর্গাপুজোর তোড়জোড়। আর মাসের প্রথম দিনেই তার জন্য হল শোভাযাত্রা। অংশ নিলেন মুখ্যমন্ত্রী নিজেই। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিলের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। দুপুর দুটোয় জোড়াসাঁকো থেকে মিছিল শুরু হয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে শুরু হয়ে রাসমণি অ্যাভিনিউ হয়ে রেড রোড পর্যন্ত যাবে মিছিল। মিছিলে আছেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।
2/5এই শোভাযাত্রায় অংশ নিয়েছে বহু প্রতিষ্ঠান, ক্লাব এবং সাধারণ মানুষ। সব মিলিয়ে জমজমাট শোভাযাত্রা।
3/5আরওবহু ক্লাবের মতোই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও। ক্লাবের সদস্যরা হাজির হয়েছিলেন এই শোভাযাত্রায়।
4/5সোশ্যাল মিডিয়া ইস্টবেঙ্গল ক্লাবের ছবি পোস্ট করে লেখা হয় ‘কলকাতা দুর্গাপূজার ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য পথযাত্রায় ইস্টবেঙ্গল ক্লাব’।
5/5ঢাকের কাঠিও পড়ে গেল এখানেই। সাধারণ মানুষ ঢাকের বোলের সঙ্গে এই শোভাযাত্রায় নাচলেনও।