সারা বছর ব্যস্ততা, দায়িত্ব এবং হাজারো সমস্যার মধ্যেই কেটে যায়। তার মাঝে এক টুকরো আনন্দ নিয়ে আসে দুর্গা পুজোর ৪ দিন। এই দিনগুলি সমাজের সমস্ত শ্রেণীর মানুষ নিজের মতো করে উপভোগ করে। আনন্দ ভাগ করে নেয় সকলের সঙ্গে। দুর্গা পুজোর প্রাক্কালে তাই প্রিয় জনকে পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা যাতে আপনার বার্তা আর একটু হাসি ফোটাতে পারে প্রিয়জনদের মুখে।
দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা
১) গোটা পরিবারকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতে চলেছে উমা, এই দিনগুলি সেজে উঠুক একেবারে নিজের মতো করে। তোমাকে এবং তোমার গোটা পরিবারকে জানাই দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা।
২) আর পাঁচটা দিনের থেকে একেবারে আলাদা এই দিনগুলি, সকলের সঙ্গে হাসি ঠাট্টায় ভরে উঠুক এই দিনগুলি, সবাই ভালো থাকুক এই কামনার মাধ্যমেই তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
(আরও পড়ুন: সপ্তমী হয়ে উঠুক জমজমাট, দুর্গাপুজোয় বাড়িতে বানিয়ে ফেলুন আমিষ পোস্ত)
৩) তোমাকে এবং তোমার পরিবারকে জানাই শুভ দুর্গা পুজো।
৪) নতুন জামা, নতুন জুতো, নতুন আনন্দ, নতুন আশা, সবকিছুই যেন হয় শুভ। তোমাকে এই শুভক্ষণে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা।
৫) সব অন্যায়ের বিনাশ ঘটিয়ে আসুক শুভক্ষণ, সব কালিমা ঘুচে যাক মাতৃপক্ষের সূচনায়। তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
৬) মহাষষ্ঠী থেকে মহা দশমী, এই ৫ দিন সবকিছু ভুলে ভালোবাসায় মেতে উঠুক সকলে। তোমাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।
৭) ভালোবাসায় একে অপরকে ভরিয়ে দাও, কোথাও যেন না থাকে ঘৃণার লেশমাত্র, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
(আরও পড়ুন: সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে)
৮) সারা বছরের ক্লান্তি দূর হয়ে যায় এই পাঁচ দিনের আনন্দে, সবকিছু লাগে রঙিন। আগামী দিনগুলি যেন ভালো কাটে এই কামনার মাধ্যমেই তোমাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।
৯) ভালোবেসে সকলকে আগলে রাখো, অভিমান রাগারাগি দূর করে ভালোবাসায় ভরিয়ে রাখো সকলকে, তোমাকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা।
১০) জীবন বড় ছোট, তাকে রঙিন করে রাখো সব সময়। পুজোর দিনগুলিকে সকলকে দাও বুক ভরা ভালবাসা। তোমাকে জানাই শুভ শারদীয়া।