সারা ভারতের প্রতিবছর ৫ সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস। ভারতের শিক্ষক দিবস সম্পর্কে আপনি অবগত থাকলেও হয়তো জানেন না কবে পালন করা হয় আন্তর্জাতিক শিক্ষক দিবস? কেনই বা পালন করা হয়? কবে থেকে শুরু হয়েছে এই দিনটি উদযাপন?
গোটা বিশ্বজুড়ে প্রত্যেক শিক্ষকদের সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর। ১৯৯৪ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন শুরু হয়েছে।
আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, রাষ্ট্রসঙ্ঘের একটি বিশেষ সংগঠন ইউনেস্কো, যার সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।
(আরও পড়ুন: ছিঃ! মলে নিজের অন্তর্বাস খুলে এমন করলেন মহিলা, ভিডিয়ো দেখে ক্ষুব্ধ মানুষ)
এই ইউনেস্কো প্রথম আবেদন করে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করার জন্য। তবে ইউনেস্কোর সঙ্গে এই প্রস্তাবে অংশগ্রহণ করেছিল আন্তর্জাতিক শ্রম সংগঠন বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইউনেস্কো ও আইএলও যৌথভাবে এই বিশেষ দিন উদযাপন করার প্রস্তাব রেখেছিলেন।
আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করার প্রস্তাবের পেছনে একটি বড় কারণ হলো, শিক্ষকদের শ্রমকে স্বীকৃতি দেওয়া। শিক্ষক একটি সুশিক্ষিত সমাজ গঠনে মুখ্য ভূমিকা পালন করেন। তাই মানুষ গড়ার এই কারিগরদের শ্রমের মর্যাদা দেওয়ার জন্যই আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করার আবেদন করা হয়েছিল।
(আরও পড়ুন: এমনও হয়? কুকুরে কামড়ানোর পর অদ্ভুত আচরণ মধ্যপ্রদেশের যুবকের, চিন্তায় চিকিৎসকরা)
১৯৯৪ সালে শিক্ষক দিবস পালন করার আবেদন গৃহীত করে রাষ্ট্রসংঘ। তারপর থেকেই প্রতিবছর পালন করা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস। তবে ভারতের প্রতিবছর ৫ সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস এবং ভারত ছাড়া বিশ্বের প্রত্যেকটি দেশেই ৫ অক্টোবর শিক্ষক দিবস পালন করা হয়।