বাংলা নিউজ > টুকিটাকি > Shab-e-barat 2023 best wishes: শবে বরাতে সদয় হন আল্লাহ, এই পবিত্র রাতে প্রিয়জনদের জানান শুভেচ্ছাবার্তা

Shab-e-barat 2023 best wishes: শবে বরাতে সদয় হন আল্লাহ, এই পবিত্র রাতে প্রিয়জনদের জানান শুভেচ্ছাবার্তা

ফরাসি ভাষায় শবে বরাতের অর্থ সৌভাগ্যের রাত

Shab-e-barat 2023 best wishes: শবে বরাতকে আরবি ভাষায় লাইলাতুল রাতও বলা হয়। এই রাতে আল্লাহ তাঁর বান্দাদের সব গুণাহ মাফ করে দেন। এই পবিত্র রাতে প্রিয়জনদের জানান শুভেচ্ছাবার্তা।

ফরাসি ভাষায় শবে বরাতের অর্থ সৌভাগ্যের রাত। ‘শব’ শব্দের অর্থ রাত ও ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে লাইলাতুল বরাতও বলা হয়। হাদিস অনুযায়ী, এই রাতে আল্লাহ তাঁর বান্দাদের সব গুণাহ্ মাফ করে দেন। তাদের জাহান্নামের যন্ত্রণা থেকে মুক্তি দেন। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহ্ অনুগ্রহ পেতে নামাজ পড়েন ও কোরান তিলাওয়াত করেন। এই দিন ভবিষ্যৎ জীবন যেন সুখের হয়, তাও কামনা করা হয়। প্রিয়জনদের কথা ভেবেই এই দিন তাদের শবে বরাতের শুভেচ্ছা পাঠানো উচিত। প্রিয়জনদের জন্যই রইল কয়েকটি সেরা শুভেচ্ছাবার্তা।

  • এই পবিত্র রাতে আল্লাহ আপনার ও আপনার পরিবারকে আশীর্বাদ অরুক। শবে বরাত ২০২৩ মোবারক।
  • আপনি যদি নিজেকে কমা করতে পারেন, তাহলেই সবাইকে ক্ষমা করতে পারবেন। ক্ষমাই শবে বরাতের সেরা উপহার যা নিজেকে দিতে পারেন।
  • শবে বরাত মোবারক আমার সব দোস্ত, দয়া করে আপনার দোয়ায় আমাকে মনে রাখবেন।
  • আজ শবে বরাতের দিনে আপনার ও আপনার পরিবার অনেক সুখী এমনটাই কামনা করি। শবে বরাত মোবারক!
  • শাবানের মধ্যরাতে (শবে বরাতে) মহান আল্লাহ সবচেয়ে নিচের আসমানে আসেন। এই দিন বনু কালবের ছাগলের চুলের থেকেও বেশি‌ গুণাহ মাফ করেন।
  • এই রাতে সব খারাপ শক্তি পুড়ে যাক। জীবনে ইতিবাচক শক্তি আসুক। শবে বরাত মোবারক!
  • এই মহান‌ রাতে, আসুন সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ। শবে বরাতের শুভেচ্ছা আপনাকে।
  • সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আজ সবার সব গুণাহ আল্লাহ ক্ষমা করুক।
  • আজ শবে বরাতের পবিত্র রাতে আল্লাহ সবার গুণাহ মাফ করে দিক। শবে বরাত মোবারক।
  • পবিত্র শবে বরাতের শুভেচ্ছা আপনাকে ও আপনার পরিবারকে। আল্লাহ সদয় হোন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন