বাংলা নিউজ > টুকিটাকি > আরতি কি পাবে আলোর দিশা? উত্তর দেবে 'সাহিত্যের সেরা সময়'-এর নতুন গল্প 'যার যেথা ঘর'
পরবর্তী খবর

আরতি কি পাবে আলোর দিশা? উত্তর দেবে 'সাহিত্যের সেরা সময়'-এর নতুন গল্প 'যার যেথা ঘর'

সাহিত্যের সেরা সময়

আকাশ আটের 'সাহিত্যের সেরা সময়' বহু বছর ধরে বাংলা সাহিত্যের নানা ধারার গল্প-উপন্যাস নিয়ে কাজ করছে। এবারও তার ব্যতিক্রম নয়, পরিচালনা সজল বসুর পরিচালনায় ইতিমধ্যেই আকাশ আটে শুরু হয়েছে নতুন গল্প 'যার যেথা ঘর'। মূল কাহিনিটি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা।

আকাশ আটের 'সাহিত্যের সেরা সময়' বহু বছর ধরে বাংলা সাহিত্যের নানা ধারার গল্প-উপন্যাস নিয়ে কাজ করছে। এবারও তার ব্যতিক্রম নয়, পরিচালনা সজল বসুর পরিচালনায় ইতিমধ্যেই আকাশ আটে শুরু হয়েছে নতুন গল্প 'যার যেথা ঘর'। মূল কাহিনিটি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা।

মেয়েদের জীবনে একটা সূর্যের দরকার, যে জ্বালাবে আবার আলোও দেবে। আরতিও এই সত্যি উপলব্ধি করে, জীবনের অনেকগুলো দিন পার করে এসে। কিন্তু কে এই আরতি? এই কাহিনির কেন্দ্রীয় চরিত্র।

আরও পড়ুন: ‘অনেক বিয়ে আছে যেখানে সুখ নেই’, ইন্দ্রনীল-বরখার ডিভোর্সে নাম জড়ায়, কী বলছেন ইশা

বড়লোক অ্যাটর্নির সাহিত্যিক মেয়ে আরতি। ঘটনাচক্রে তার জীবন জুড়ে যায় নিতান্তই অপছন্দের প্রতিবেশী সুনন্দর সঙ্গে। সুনন্দ প্রেমিক, দায়িত্বশীল কিন্তু রোমান্টিক নয়, পাশাপাশি সে নিম্ন-মধ্যবিত্ত। তাই সুনন্দর ঘর, অর্থাৎ আরতির নতুন সংসার নিতান্তই তার অপছন্দের হয়ে ওঠে।সাতের দশকের উত্তাল কলকাতায় এই দুই ভিন্ন মেরুর নারী-পুরুষ সামাজিক বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু তাদের বৈবাহিক জীবনে অনুপস্থিত থাকে প্রেম।

আরতি তাই তার সূর্যের তেজে শুধুই জ্বলে, কিন্তু আলো পায় না। বরং তার জীবনের একমাত্র আলো তার মেজো জামাইবাবু মনোতোষ, যাকে আরতি মনে করে পুরুষ-শ্রেষ্ঠ। আরতি জীবনভর বহু পুরুষ দেখেছে, তার বাবা তপনজ্যোতি, দাদা চঞ্চল, বড়ো জামাইবাবু অমরেন্দ্র, মেজদির প্রেমিক রমেশ, নিজের স্বামী সুনন্দ কিন্তু সবাইকে ছাপিয়ে মনোতোষকেই তার মনে হয় সূর্য, মনে হয় আলো। দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, তন্নিষ্ঠ সুনন্দর অন্তর্লীন প্রেমের আবেগকে সে স্পর্শ করতে পারে না, অন্যদিকে বহিরঙ্গে রোমান্টিক, ভদ্রলোক মনোতোষের ছদ্ম-প্রশস্তিতে সে বুঁদ হয়ে থাকে। আর এই ভাবেই আরতি নিজের অজান্তেই বড়ো ভুল বিশ্লেষণ করে।

আরও পড়ুন:  ‘গোড়ায় গলদ ছিল…’! কদিন আগেই ছিল বিবাহবার্ষিকী, নবনীতার পর কী ইঙ্গিত জিতুর?

কিন্তু একদিন জালিয়াতির ব্যবসায়ী মনোতোষের মুখোশ খুলে যায়, নখ-দাঁত নিয়ে পুরুষ-শ্রেষ্ঠর আড়াল থেকে বেরিয়ে আসে দানব। একই সঙ্গে অর্থ ও সম্মানের গুণগারের কিনারায় আসে দাঁড়ায় আরতি। তারপর আরতির কী হবে? কে তাকে আলো দেখাবে? সুনন্দ? তা জানতে গেলে চোখ রাখতে হবে আকাশ আটের পর্দায়।

এই ধারাবাহিকে আরতির চরিত্রে রয়েছেন জয়িতা গোস্বামী। অন্যদিকে, তাঁর বিপরীতে সুনন্দর চরিত্রে রয়েছেন প্রণয় চন্দ্র। মনোতোষের চরিত্রে রয়েছেন চন্দ্রনিভ, অমরেন্দ্রের চরিত্রে প্রান্তিক গঙ্গোপাধ্যায়, তপনজ্যোতির চরিত্রে শঙ্কর চক্রবর্তী, কনকলতা মিত্রের চরিত্রে চৈতালী চক্রবর্তী প্রমুখকে দেখা যাচ্ছে। ধারাবাহিকের কাহিনি বিন্যাস, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন রাকেশ ঘোষ। ৮ মে থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় আকাশ আটের পর্দায় সম্প্রচারিত হচ্ছে 'যার যেথা ঘর'। সোমবার থেকে শনিবার দেখা যাবে এই ধারাবাহিক।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা গুলিবিদ্ধ এনসিপি নেতা বাবা সিদ্দিকি, পরপর তিনটি বুলেট দ্রুততম ১০০ থেকে সর্বাধিক ছক্কা, হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে ৭টি রেকর্ড ভারতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.