পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Sudden cardiac arrest reasons: আচমকা হৃদরোগে প্রয়াত শেন ওয়ার্ন, কী কী কারণে আচমকা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে
স্তম্ভিত গোটা ক্রিকেট দুনিয়া। হতবাক তাঁর অনুরাগীরা। সবাইকে হতম্ভব করে দিয়ে আচমকা মারা গেলেন ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা তারকা, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।
এখনও পর্যন্ত যত দূর জানা গিয়েছে, তাতে আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। হালে বিভিন্ন সূত্র বলছে, এই সমস্যা কম বয়সীদের মধ্যে বেড়ে গিয়েছে। কিন্তু এর কারণ কী? কাদের মধ্যে বাড়ছে এই সমস্যা? কী কী কারণ বলছেন চিকিৎসকরা?
আচমকা হার্ট অ্যাটাকের পিছনে কয়েকটি কারণ রয়েছে, তেমনই বলছেন চিকিৎসকরা। দেখে নেওয়া যাক সেগুলি কী কী:
- ধূমপান এই সমস্যার সবচেয়ে বড় কারণ হতে পারে।
- পরিবারে এই ধরনের দুর্ঘটনার ইতিহাস থাকলে, পরবর্তী প্রজন্মেও কারও এই সমস্যা হতে পারে।
- উচ্চ রক্তচাপ এই ধরনের আচমকা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
- অতিরিক্ত মেদও চাপ ফেলতে পারে হৃদযন্ত্রে। তার ফলেও আচমকা হার্ট অ্যাটাক হতে পারে।
- ডায়াবিটিস এই ধরনের হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়িয়ে দেয়।
- এক জায়গায় সারা দিন বসে কাজ, বিশেষ হাঁটাচলা না করার ফলেও এই সমস্যার আশঙ্কা বাড়তে পারে।
- সাধারণত পুরুষদের মধ্যে এই সমস্যা বেশি মাত্রায় দেখা যায়।
- এর কারণ অনেক সময় মাদক সেবনও হতে পারে। যাঁরা কোকেন জাতীয় মাদক সেবন করেন, তাঁদের এই ধরনের সমস্যার আশঙ্কা বেড়ে যায়।
- স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যাও বাড়িয়ে দিতে পারে আচমকা হার্ট অ্যাটাকের আশঙ্কা।
- দীর্ঘ সময় ধরে চলা কিডনির সমস্যার কারণেও এই সমস্যা হতে পারে।
Chronic kidney disease