ফটোশুট এবং সেলফির উন্মাদনা ধীরে ধীরে কাবু করছে মানুষকে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সেলফি ও ছবির কারণে প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছেন। এমনই একটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে রাজস্থানের পালি জেলা থেকে, যেখানে রেলওয়ে ট্র্যাকে ফটোশুট করতে গিয়ে এক দম্পতির জীবন বিপন্ন হয়ে পড়েছিল। আসলে, একটি সেতুর উপর নির্মিত রেলপথে স্বামী-স্ত্রীর স্বাদের শুটিং চলছিল। তারপর একটি ট্রেন ট্র্যাকের উপর এসে যায় এবং দম্পতি নিজেদের জীবন বাঁচাতে ৯০ ফুট গভীর খাদে ঝাঁপ দিয়েছিলেন।
ক্যামেরায় রেকর্ড করা ভাইরাল ঘটনা
গোটা ঘটনাটি ঘটেছে পালির গোরামঘাটে। এখানে একটি সেতুর ওপর নির্মিত রেলপথে ফটোশুট করছিলেন স্বামী-স্ত্রী। ঠিক তখনই ট্রেনের হর্ন বেজে উঠেছিল। ট্রেনটি এত দ্রুত সেতুতে পৌঁছে গিয়েছিল যে ওই স্বামী-স্ত্রী সেখান থেকে পালানোর সুযোগ কোনও পাননি। ট্রেনটি আরও এগিয়ে আসছে দেখে দুজনেই এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে ৯০ ফুট খাদে ঝাঁপ দেওয়ার আগে দু'বার ভাবেননি। পুরো ঘটনাটিই মোবাইল ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এই দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হয়েছেন। মহিলাটি যোধপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন, আর স্বামীকে পালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: (Brain-eating amoeba: সাঁতার কাটতে গিয়ে বিপত্তি, ‘ব্রেন ইটিং’ অ্যামিবায় আক্রান্তের মৃত্যু পাকিস্তানে)
উল্লেখ্য, যে স্থানে রাহুল এবং জাহ্নবীর সঙ্গে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সেই জায়গাটি সত্যিই সুন্দর। ভিডিয়োতেও দেখা গিয়েছে, যে ব্রিজের উপর রাহুল এবং জাহ্নবী শুটিং করছিলেন সেটি সিনেমার মতো খুবই সুন্দর জায়গা ছিল। দেখে চোখ ফেরানো যায় না। সবুজ পাহাড়ের মাঝে সেই রেলওয়ে ব্রিজটি ছিল আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু, কিন্তু অবশ্যই সেই জায়গাটি ফটোশুটের জন্য ছিল না। সম্ভবত এটাই রাহুল-জানভির ভুল ছিল, যার ফল তাঁদের এখন ভোগ করতে হচ্ছে। তাই এক্স এ পোস্ট করার সময় ব্যবহারকারীও লিখেছেন যে শুধু একটা ফটোশুটের খাতিরে জানিনা সারাটা জীবন নাকি কতদিনের সংকট কে জানে।
এই দুর্ঘটনার শিকার হওয়া দম্পতির নাম রাহুল এবং তার স্ত্রী জাহ্নবী, বাগদির কালাল পিপলিয়ার বাসিন্দা। ঘটনার সময়, রাহুলের শ্যালক এবং তাঁর শ্যালিকাও সঙ্গে ছিলেন, কিন্তু তাঁরা কিছু করার আগেই রাহুল এবং জাহ্নবী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। এই দুর্ঘটনায় রাহুল ও জাহ্নবী গুরুতর আহত হয়েছেন। দুজনই হাসপাতালে এখন চিকিৎসাধীন। জাহ্নবীর পায়ে গুরুতর চোট রয়েছে, স্বামীর মেরুদণ্ডে গভীর চোট রয়েছে। বলে জানা গিয়েছে। এই ঘটনার পরপরই প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পর্যটকদের জন্য একটি পরামর্শ জারি করেছেন।