দশ তলার বারান্দা থেকে ছেলেকে ঝুলিয়ে দিলেন মা। ফরিদাবাদের এই ভয়ানক ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার ভিডিয়ো ক্লিপ দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। শাড়ি এবং বিছানার চাদর দিয়ে বেঁধে ছেলেকে ঝুলিয়ে দিয়েছেন ওই মহিলা। তাঁর এই কান্ডজ্ঞানহীন কাজে সমর্থন করছেন পরিবারের বাকিরাও। তারাও দাঁড়িয়ে বারান্দায়।
ঘটনাটি গত সপ্তাহে ফরিদাবাদের সেক্টর 82-এর এক আবাসনের। ভিডিয়োটি উল্টো দিকের ফ্ল্যাটের এক বাসিন্দা তুলেছেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে শিশুটি হলুদ চাদরে বাঁধা। অনেক চেষ্টা করে তাকে হলুদ চাদর বেয়ে উপরে উঠতে দেখা যাচ্ছে।
সৌভাগ্যবশত বড় অঘটন এড়ানো গিয়েছে। বারান্দায় ফিরে গিয়েছে শিশুটি।
কিন্তু প্রশ্ন একটাই। কেন এমনটা করলেন মহিলা? উত্তরে অদ্ভুত যুক্তি দিচ্ছেন তিনি। তাঁর কথায়, তিনি নিজের বারান্দায় শাড়ি মেলেছিলেন। হাওয়ায় তা উড়ে তলার ৯ তলার বারান্দায় গিয়ে পড়েছিল। এদিকে নিচের ফ্ল্যাটে কেউ থাকে না। সেই কারণে ছেলেকে কোমরে কাপড়-চাদর বেঁধে নিচে নামিয়ে দিয়েছিলেন তিনি। যাতে ছেলে নিচের বারান্দা থেকে চাদর নিয়ে উঠে আসতে পারে।
শাড়ি সন্তানের প্রাণের চেয়েও দামি? এই প্রশ্নের অবশ্য উত্তর দেননি ওই তিনি।