সুজিত সরকার, বলিউডের একজন খ্যাতনামা এবং নামী পরিচালক। সুজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা থাকে প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর। সম্প্রতি বরুণ ধাওয়ানের অভিনয় দক্ষতা নিয়ে খোলামেলা কথা বললেন পরিচালক সুজিত। কী বললেন তিনি?
২০১৮ সালে সুজিত পরিচালিত ‘অক্টোবর’ সিনেমায় অভিনয় করেছিলেন বরুণ। কীভাবে বরুণকে দিয়ে অভিনয় করালেন সুজিত? এই প্রশ্নের উত্তরে সুজিত বলেন, আমি স্বীকার করছি বরুণ আমার ধরনের অভিনেতা নন। তবে আমি ওর ছবি দেখেছি। আমার মনে হয় ও যে কতটা ব্রিলিয়ান্ট ও নিজেও সেটা জানে না।
(আরও পড়ুন: বারংবার প্রত্যাখ্যাত হয়ে ডিপ্রেশনের শিকার হন নোরা! বললেন, ‘থেরাপির সাহায্য নিয়ে...’)
অক্টোবর সিনেমায় কীভাবে বরুণকে কাস্ট করা হয়েছিল?
আমি তখন ‘অক্টোবর’ সিনেমার জন্য অডিশন নিচ্ছিলাম। একের পর এক অডিশন নিয়ে যাচ্ছিলাম, অনেককে শর্টলিস্ট করেছিলাম। তবুও ড্যানকে খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই। একদিন সকাল ১১ টার দিকে বরুণ আমাকে ফোন করে আমায় বলে ও আমার সঙ্গে দেখা করতে চায়। এরপর হলো অডিশন। চোখের সামনে যেন আমি আমার চরিত্রকে হেঁটে চলে বেড়াতে দেখলাম। সঙ্গে সঙ্গে বরুণকে কাস্ট করি অক্টোবর সিনেমায়।
(আরও পড়ুন: শাহরুখের কাছে ক্ষমা প্রার্থনা সালারের প্রযোজকের! কেন বললেন, 'ব্যাপারটা একদম কারও জন্যই ভালো নয়...')
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় অক্টোবর। এই সিনেমায় বরুণের বিপরীতে শিউলি চরিত্রে অভিনয় করেছিলেন বানিতা সান্ধু। সিনেমাটি যেমন দর্শকদের কাছ থেকে সমালোচনা পেয়েছিল তেমন পেয়েছিল ভালবাসাও।