Litchi Side Effects: বেশি লিচু খেলে কী হয় জানেন? রোজ ক’টির বেশি লিচু খাওয়া একদম উচিত নয়
1 মিনিটে পড়ুন . Updated: 23 May 2022, 09:52 AM IST- লিচু খুবই সুস্বাদু একটি ফল। কিন্তু বেশি লিচু খেলে নানা ধরনের সমস্যা হতে পারে। রোজ কতগুলির বেশি লিচু খাবেন না?
গরমে প্রচুর সুমিষ্ট ফল বাজারে আসে। আম, তরমুজের মতোই এই সময়ে বাজারে ওঠে লিচুও। এটি অনেকেরই খুব প্রিয় ফল। কিন্তু সুস্বাদু ফল মানেই যে যথেচ্ছ পরিমাণে খাওয়া যাবে, তাও নয়। রোজ কতগুলি লিচু খাওয়া উচিত— সেটি জানেন কি? তার বেশি খেলেই বা কী হতে পারে?
তবে তার আগে জেনে নেওয়া দরকার, লিচুর উপকারিতার বিষয়েও। কী কী উপকারী জিনিস থাকে লিচুতে?
কিন্তু এসব থাকা সত্ত্বেও বেশি পরিমাণে লিচু খাওয়া উচিত নয়। কেন জানেন?
কতগুলি লিচু একবারে খেতে পারেন?
সারা দিনে ১০-১২টির বেশি লিচু খাওয়া উচিত নয়। আর একবারে ৮-১০টির বেশি নয়। এই পর্যন্ত বিষয়টি নিরাপদ। তবে কোনও সমস্যায় চিকিৎসকরের পরামর্শ নেওয়া উচিত। আর কতগুলি লিচু আপনার খাওয়া উচিত, তা বিশেষজ্ঞের থেকে ভালো করে জেনে নেওয়া উচিত।