রবিবার কলকাতা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ১০ নভেম্বর আয়োজিত হল SIP Abacus International Prodigy। অ্যাবাকাসের অন্যতম বৃহৎ প্রশিক্ষণ সংস্থা হল SIP Abacus। তাদের তরফেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল মোট ১১টি দেশের শিক্ষার্থীরা। এই দিনের প্রতিযোগিতা ছিল তাদের গাণিতিক দক্ষতা প্রদর্শনের। ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে শ্রীলঙ্কা, দুবাই, অস্ট্রেলিয়া,ফিলিপিনস,বাহরিন, তাঞ্জানিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, নিউজার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র ও নেপাল।
মোট ১১ দেশের পরীক্ষার্থী
ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের বয়স ছিল ৬ থেকে ১৪ বছরের মধ্যে। ১১ মিনিটে ৩০০টি গাণিতিক সমস্যার সমাধান করার চ্যালেঞ্জ ছিল তাদের সামনে। এই চ্যালেঞ্জেই প্রত্যেকে নিজেদের মতো করে চেষ্টা করেছে সফল হওয়ার।
প্রাথমিক স্তরের
প্রতিযোগিতা উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ডিরেক্টর ইন চার্জ ডঃ শৈবাল চট্টোপাধ্যায়,ডঃ চট্টোপাধ্যায় অপারেশন ম্যানেজমেন্টের অধ্যাপক। পাশাপাশি তিনি শিক্ষাজগতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই দিন তিনি প্রাথমিক স্তর থেকে শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ঠিক কী ধরনের শিক্ষাব্যবস্থা শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য সেরা হতে পারে, সে নিয়েও বক্তব্য রাখেন।
লিমকা বুক অব রেকর্ডসেও নাম
২০২৪ সালে SIP Abacus International Prodigy ২১তম বর্ষে পদার্পণ করল। ইতিমধ্যে ৪ বার লিমকা বুক অব রেকর্ডসেও নাম উঠেছে এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটির। অন্যদিকে এই বিশ্ববাংলার মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ২০ হাজারেরও বেশি মানুষ। শিক্ষার্থী, তাদের অভিভাবক ও গুণী অতিথিদের নিয়ে রবিবার সমৃদ্ধ হয়ে ওঠে এই প্রতিযোগিতাটি।
সভাপতির কথায়
এসআইপি অ্যাকাডেমি ইন্ডিয়া ও ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডাইরেক্টর শ্রী দিনেশ ভিক্টর এই দিন বলেন, এই প্রতিযোগিতার সকলেই বিজয়ী। প্রতিটি প্রতিযোগীকেই একজন বিজয়ী বলেন তিনি। কারণ হিসেবে জানান তাদের নিষ্ঠা, অনুশীলনে প্রতিশ্রুতিবদ্ধতার কথা। তাঁর কথায়, এই সাফল্য কখনও অন্যদের সঙ্গে তুলনা করা যায় না।