Skin Care Tips: টমেটো দিয়ে বানিয়ে ফেলুন এই Face Mask! ত্বক হবে উজ্জ্বল, মসৃণ
1 মিনিটে পড়ুন .Updated: 14 Mar 2022, 11:16 PM ISTগরমের সঙ্গেই আসে ত্বকের জেল্লা কমে যাওয়ার মতো সমস্যা। এর থেকে মুক্তি পাবেন কী করে?
গরমের সঙ্গেই আসে ত্বকের জেল্লা কমে যাওয়ার মতো সমস্যা। এর থেকে মুক্তি পাবেন কী করে?
Home Face Mask: শীতের দিন শেষ। গরম আসতে শুরু করেছে। এখনই রোদ বেশ কড়া। আর এই গরমের সঙ্গেই আসে ত্বকের জেল্লা কমে যাওয়ার মতো সমস্যা। এর থেকে মুক্তি পাবেন কীভাবে?
এর জন্য ২টি বিষয় খুব গুরুত্বপূর্ণ।
কিন্তু ট্যান ও ডেড স্কিন সেল রিমুভ করবেন কীভাবে? মুশকিল আসান আপনার বাড়ির ফ্রিজেই। জিনিসটার নাম- টমেটো।
হ্যাঁ, ত্বকের যত্নে টমেটোর উপকারিতা অঢেল।
তবে সেনসিটিভ ত্বক হলে টমেটো ব্যবহার করা এড়ানোই ভাল। এটি অয়েলি স্কিনের পক্ষে একেবারে আদর্শ।
এবার জানাই কীভাবে টমেটো দিয়ে ফেস প্যাক বানাবেন। চাইলে অবশ্য সরাসরি টমেটোর রসে অল্প জল মিশিয়ে মাখতে পারেন। এক্ষেত্রে উল্লেখ্য, অনেকের এতে হালকা চিড়বিড়ানি হতে পারে। সেক্ষেত্রে আরও বেশি জল মিশিয়ে রসটা পাতলা করে নিন।
ফেস প্যাকে কীভাবে টমেটো ব্যবহার করবেন :
তবে হ্যাঁ, একদিন করেই দুর্দান্ত ফল আশা করবেন না। সপ্তাহে ১-২ দিন করে অন্তত ১ মাস করুন। উপকার পাবেন।