Home Face Mask: শীতের দিন শেষ। গরম আসতে শুরু করেছে। এখনই রোদ বেশ কড়া। আর এই গরমের সঙ্গেই আসে ত্বকের জেল্লা কমে যাওয়ার মতো সমস্যা। এর থেকে মুক্তি পাবেন কীভাবে?
এর জন্য ২টি বিষয় খুব গুরুত্বপূর্ণ।
- ট্যান পড়তে না দেওয়া: ভাল সানস্ক্রিন, ছাতা, ফুল হাতা জামা, সানগ্লাস ব্যবহার করুন।
- ট্যান ও ডেড স্কিন তোলা: যতই সাবধান হন, একটু না একটু ট্যান, ডেড স্কিন জমে যাওয়ার সমস্যা হবেই। সেটা কমানোর ব্যবস্থা করতে হবে।
কিন্তু ট্যান ও ডেড স্কিন সেল রিমুভ করবেন কীভাবে? মুশকিল আসান আপনার বাড়ির ফ্রিজেই। জিনিসটার নাম- টমেটো।
হ্যাঁ, ত্বকের যত্নে টমেটোর উপকারিতা অঢেল।
- টমেটোতে প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট রয়েছে। এটি ত্বকের রোমকূপের ছিদ্র শক্ত ও ক্ষুদ্র করতে সাহায্য করে। সেই কারণে ত্বক বেশি মসৃণ দেখায়।
- টমেটো অ্যাসিডিক। এটি এক্সফোলিয়েশনে সাহায্য করে। ত্বকের উপরের মৃত কোষ তুলে দিতে সাহায্য করে। এর ফলে ত্বক উজ্জ্বল হয়ে যায়।
তবে সেনসিটিভ ত্বক হলে টমেটো ব্যবহার করা এড়ানোই ভাল। এটি অয়েলি স্কিনের পক্ষে একেবারে আদর্শ।
এবার জানাই কীভাবে টমেটো দিয়ে ফেস প্যাক বানাবেন। চাইলে অবশ্য সরাসরি টমেটোর রসে অল্প জল মিশিয়ে মাখতে পারেন। এক্ষেত্রে উল্লেখ্য, অনেকের এতে হালকা চিড়বিড়ানি হতে পারে। সেক্ষেত্রে আরও বেশি জল মিশিয়ে রসটা পাতলা করে নিন।
ফেস প্যাকে কীভাবে টমেটো ব্যবহার করবেন :
- টমেটো মিক্সিতে বেটে নিন।
- এরপর তাতে অ্যালোভেরা জেল(অপশনাল), শসার রস, মধু, লেবুর রস, ১ চামচ বেসন মিশিয়ে নিন।
- এরপর সেটা ভাল করে একটি পেস্ট বানান।
- ফেস প্যাক হিসাবে সেটি মেখে ফেলুন।
- ১ ঘণ্টা রেখে মুখ ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজ করতে ভুলবেন না।
তবে হ্যাঁ, একদিন করেই দুর্দান্ত ফল আশা করবেন না। সপ্তাহে ১-২ দিন করে অন্তত ১ মাস করুন। উপকার পাবেন।