ত্বকের পরিচর্যার জন্য আমরা নানারকম উপাদানই ব্যবহার করে থাকি। ফল থেকে সবজি সবই থাকে সেই তালিকায়। কিন্তু এই গরমে তরমুজই আপনার ত্বকের যত্ন নেবে। তরমুজের পুষ্টিগুণকে কাজে লাগাতে পারলেই ত্বকের সব সমস্যা দূর হবে নিমেষে।
1/5ত্বকের পরিচর্যার জন্য আমরা নানারকম উপাদানই ব্যবহার করে থাকি। ফল থেকে সবজি সবই থাকে সেই তালিকায়। কিন্তু এই গরমে তরমুজই আপনার ত্বকের যত্ন নেবে। তরমুজের পুষ্টিগুণকে কাজে লাগাতে পারলেই ত্বকের সব সমস্যা দূর হবে নিমেষে। (Freepik)
2/5তরমুজ স্ক্রাব: একটি বাটিতে পরিমাণমতো চিনি, নারকেল তেল ও তরমুজের রস মিশিয়ে নিন। এবার এই স্ক্রাব কিছুক্ষণ মুখে বৃত্তাকার ভঙ্গিতে মাসাজ করে নিন। কয়েক মিনিট রাখার পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেললেই ত্বক একেবারে ঝকঝকে লাগবে। (Freepik)
3/5তরমুজ ফেসিয়াল মিস্ট: তরমুজের ফেসিয়াল মিস্ট তৈরি করতে প্রথমে মিক্সিতে কয়েক টুকরো তরমুজ নিন। এবার ভালো করে ব্লেন্ড করে নিয়ে রসটা ছেঁকে স্প্রে বোতলে ভরে নিতে হবে। বোতলটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এরপর দরকার মতো ব্যবহার করুন এই মিশ্রণ। (Freepik)
4/5তরমুজ লিপ স্ক্রাব: তরমুজের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড ঠোঁটকে হাইড্রেট ও নরম রাখতে সাহায্য করে। নারকেল তেলের সঙ্গে তরমুজ রস মিশিয়ে ঠোঁটে স্ক্রাব করুন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন ঠোঁট। (Freepik)
5/5ফেসমাস্ক: তরমুজের ফেসমাস্কও ত্বকের যত্ন নিতে সমানভাবে কার্যকর। একটি মিক্সিতে কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে তার সঙ্গে মধু ও দই মিশিয়ে দিন। এবারে মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর জলে ধুয়ে ফেললেই ত্বক উজ্জ্বল হবে। (Freepik)