ত্বকে থাকা দাগছোপ আমাদের মাঝেমাঝেই লজ্জায় ফেলে। তবে আর সেটা হবে না। মানতে হবে এই টোটকাগুলি।
1/6পুজোর তো আর মাত্র কটা দিন। এখন থেকেও যদি ত্বকের যত্ন নিতে শুরু করেন, তাহলেও মিলতে পারে উপকার। যেই সমস্যা আমাদের সবচেয়ে বেশি জেরবার করে তা হল ডার্ক স্পট আর হাইপারপিগমেন্টেশন। যা আমাদের চেহারার ঔজ্জ্বল্যকেই নষ্ট করে দেয়। তবে এই ঘরোয়া টোটকাগুলি মেনে চললেই উপকার পাবেন।
2/6দুধ হল এমন এক উপকরণ যা হাতের কাছেই মেলে আর ত্বকের জন্য ভীষণ উপকারি। কাঁচা দুধ নিন। এবার তাতে তুলো ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন। দুধের সঙ্গে মধুও মিশিয়ে নিতে পারেন। যাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা আছে, তাঁদের জন্য এটি ভীষণ উপকারি।
3/6মুসুর ডাল সারা রাত দুধে ভিজিয়ে রাখুন। এবার সকালে তা বেটে নিয়ে মুখে লাগান। এবার এটা স্নানের সময় স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি আপনার মরা কোষ দূর করতে সাহায্য করবে।
4/6গ্রিন টি আমাদের ত্বককে ক্ষতিকারক ইউ ভি রে-এর হাত থেকে বাঁচায়। এই সবুজ চা দিয়ে বরফের টুকরো বানিয়ে রাখুন। এবার প্রতিদিন সকালে তা মুখে লাগান।
5/6 এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নানান সমস্যা দূর করে। অ্যালোভেরা ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে তুলতুলে। অ্যালোভেরার জেল বার করে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর এটি ধুয়ে ফেলুন। সারা রাতও এটি লাগিয়ে রাখা যেতে পারে।
6/6এক টুকরো আলু নিন এবং তা মুখে ঘষে নিন। ত্বকে থাকা দাগছোপ দূর করতে এটি ভীষণ উপকারি। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি এজিং উপাদান যে কোনও দাগ দূর করতে সাহায্য করে। আলুর রসও লাগাতে পারেন আপনি ত্বকে।