ধূমপানের ফলে এমনিই ক্ষতি হয় শ্বাসযন্ত্রের। তাঁর উপর সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে নয়া তথ্য। মেরুদন্ডের কঠিন রোগের কারণ হতে পারে ধূমপান।
1/6ধূমপানের ফলে এমনিই ক্ষতি হয় শ্বাসযন্ত্রের। তাঁর উপর সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে নয়া তথ্য। মেরুদন্ডের কঠিন রোগের কারণ হতে পারে ধূমপান। (Freepik)
2/6বিজ্ঞানীদের কথায় ধূমপান শরীরের একাধিক অঙ্গের ক্ষতি করে। সম্প্রতি এক গবেষণার ফলে সেই তালিকায় যুক্ত হল মেরুদন্ডের নামও। বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ব্রেন ও স্পাইন জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়। (Freepik)
3/6গবেষণার ফলে জানা গিয়েছে, মেরুদন্ডের একটি বিশেষ রোগ ডিজেনারেটিভ স্পাইনাল ডিজিজের সঙ্গে যোগ রয়েছে ধূমপানের। প্রসঙ্গত মেরুদন্ডের এই রোগ ভারতীয়দের মধ্যে প্রায়ই দেখা যায়। (Freepik)
4/6মেরুদন্ডের বিভিন্ন রোগের মধ্যে সার্ভিকাল ও লাম্বার স্পাইন ও ইন্টারভার্টিব্রাল ডিসকের সমস্যাই বেশি দেখা যায়। তাই এই বিষয়ে বিস্তারিত সমীক্ষা করা হয়। সমীক্ষার ফলে দেখা গিয়েছে, স্পাইনাল স্টেনোসিসের বড় কারণ ধূমপান। (Freepik)
5/6শুধু তাই নয়, অতিরিক্ত ধূমপানের নেশা থাকলে স্পাইনাল স্টেনোসিস থেকে স্পনডেলাইটিস হওয়ার আশঙ্কাও বাড়তে থাকে। বিজ্ঞানীদের কথায় তখন রোগীকে দীর্ঘ চিকিৎসার মধ্যে থাকতে হয়। (Freepik)
6/6গবেষণার ফলে দেখা গিয়েছে, কিছু নির্দিষ্ট জিন ও কলাকোষ মেরুদন্ড ভালো রাখতে সাহায্য করে। দীর্ঘদিন ধূমপানের কারণে এই কলাকোষগুলিই ক্ষতিগ্রস্ত হতে থাকে। ফলে ক্ষতি হয় মেরুদন্ডের। (Freepik)