কলকাতা পুরসভায় সাপের আতঙ্ক। বুধবারেও কলকাতা পুরসভায় দেখা মিলেছে ‘বিষহরির’। বুধবার কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে দেখা মিলেছিল সাপের। এরপর আজ বৃহস্পতিবার কাউন্সিলর ক্লাবের বারান্দায় দেখা মিলল সাপের। পর পপ দুই দিন সাপের হানা ঘিরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে কলকাতা পুরসভায়। এদিকে, বনদফতরের কর্মীরা সেখানে পৌঁছলেও সাপ ধরতে ব্যর্থ হয়েছেন তাঁরা। হঠাৎ সাপ দেখলেই কী কী করণীর দেখা যাক।
বৃহস্পতিবার সকালে কলকাতা পৌরসভায় ফের সাপের হানা। যেখানে কাউন্সিলররা এসে বসেন, সেখানের বারান্দায় সাপের দেখা মিলেছে। মুহূর্তে খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। তাঁরা আসেন, চলে তল্লাশিও। তবে সাপ ধরতে পারা যায়নি। জানা যাচ্ছে, যে সাপ বৃহস্পতিবার দেখা গিয়েছে, তা দাঁড়াশ সাপ। অনেকের দাবি কা বিষধর সাপ নাও হতে পারে। বনকর্মীদের অনুমান করছেন, যে সাপটি দেখা গিয়েছে তা বিষাক্ত নয়। ইঁদুরের খোঁজে এসে থাকতে পারে। আপাতত পুরসভার কর্মীরা তাকিয়ে রয়েছেন সাপ-মুক্তির দিকে।
সাপের আনাগোনা সকলের জন্যই আতঙ্কের। তবে সাপ দেখেই প্যানিক না করে, কী করণীয়, তা জানাটা দরকার। সাপ দেখেই চমকে গিয়ে অনেকেই অসুস্থও বোধ করেন। তবে মূলত, জেনে রাখা প্রয়োজন সাপ দেখলে কী কী করণীয়:-
১) বন্যপ্রাণী উদ্ধারকারীরা বলছেন, সাপ দেখলেই আগে প্যানিক করা বন্ধ করতে হবে।
২) বন্যপ্রাণী উদ্ধারকারী সুয়াব আহমেদ বলছেন,'সাপের দিকে নজর রাখুন, যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন।'
৩) আগেই খবর দিন বন দফতরকে। এছাড়াও ঘরে সাপ লুকিয়ে থাকলে সেখানে থেকে চুপ করে সরে যান।
৪) সাপ দেখলে আগেই শান্ত থাকুন। পার্কে বা বাগানে যদি সাপ দেখেন, তাহলে সেখানে থাকা বাচ্চাদের, পোষা প্রাণী এবং প্রাণীদের দূরে নিয়ে যান। হঠাৎ কোনও উচ্চ শব্দ বা নড়াচড়া করা থেকে বিরত থাকুন, সাপকে সচরাচর উত্যক্ত করবেন না।
৫) কোনও পোড়ো বাড়িতে গিয়ে, বা ধ্বংসাবশেসের কাছে গিয়ে সতর্কভাবে থাকুন। বর্ষায় জলা জায়গাতেও পা ফেলতে সাবধান।