Dry Skin Care: ত্বক ভালো রাখতে শীতে বেশি করে জল খাবেন। সঙ্গে নিয়ম করে লাগাতে হবে ময়েশ্চারাইজার। এগুলো তো জানেনই। তবে আরও বিশেষ কিছু জিনিস মাথায় রাখাও খুব দরকার। দেখে নিন--
1/5শীত আসা মানেই শুষ্ক ত্বকের সমস্যা। যারা সারাবছরই ড্রাই স্কিনের সমস্যায় ভোগেন তাদের তো আর কথাই নেই। এইসময় ত্বক জেল্লা হারায়, রুক্ষ্ম দেখায়, যেন সেই সতেজতাই কোথায় হারিয়ে যায়। তবে কিছু ডিওয়াইআই মেনে চললে আপনি পেতে পারেন নরম-জেল্লাদার ত্বক।
2/5নারকেল তেল: ত্বকের আদ্রতা ধরে রাখতে অনেকেই নারকেল তেল ব্যবহার করেন। নিয়ম করে মাখলে ড্রাই প্যাচেসের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়, আনইভেন ত্বকও ঠিক হয়। নারকেল তেলের সঙ্গে এক চিমটে হলুদ বা গুঁড়ো চিনি মিশিয়েও মাখতে পারবেন, যা আপনার ট্যান দূর করতে সাহায্য করবে বিশেষ ভাবে।
3/5হোমমেড ফেস অয়েল: মহিলাদের মধ্যে ফেস অয়েল ব্যবহারের চর্চা খুব বেড়েছে। ময়েশ্চারাইজারের থেকেও ভালো কাজ করে ফেস অয়েল। এমনকী ফেস অয়েলকে আপনি মেকআপের প্রাইমার হিসেবেও ব্যবহার করতে পারেন। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন অ্যাভোকাডো, রোজ আর ল্যাভেন্ডার ফেস অয়েল।
4/5ফেস মিস্ট: ত্বকের আদ্রতা ধরে রাখতে আর সতেজ রাখতে ফেস মিস্ট খুব কার্যকরী। রোজ মিস্ট ন্যাচারাল অ্যাসট্রিনজেন্টের কাজ করে। একটা আলাদা সুগন্ধিও যোগ করে। রাইস ওয়াটার মিস্ট, কিউকামবার মিস্ট, গ্রিন টি মাস্ট ব্যবহার করতে পারেন আপনার ত্বকে। আর এগুলোও খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়।
5/5মধুর ফেসপ্যাক: মধুর সঙ্গে দই আর হলুদ মিশিয়ে মুখে লাগাতে পারেন। এতে যেমন ট্যান উঠে যাবে তেমনই আদ্রতাও যোগাবে। সপ্তাহে ১-২ দিন মুখে লাগালে নিজেই বুঝতে পারবেন কতটা বদল আসছে চেহারায়।