Some modern drawing styles which can be helpful as hobby of your child: ছোট্ট শিশুদের অনেকেরই আঁকতে ভালো লাগে। এটাই অনেকের প্রিয় শখ। আধুনিক আঁকার কায়দা সহজেই শেখানো যেতে পারে শিশুদের।
1/6ছোট্ট শিশুদের প্রাথমিক বিকাশে ছবির ভূমিকা না মেনে উপায় নেই। জন্মের পর থেকেই চারপাশের পরিবেশকে সে ছবির মতোই দেখছে। একটু বড়ো হলে তার প্রাথমিক স্তরের পড়াশোনা শুরু হয় ছবি দিয়েই। অক্ষর পরিচয় থেকে বাকি সব কিছুই হয় ছবি আর শব্দের মাধ্যমেই। (Freepik)
2/6এই কারণেই ছবি শিশুদের খুব প্রিয় মাধ্যম। তার প্রিয় শখ গড়ে তুলতেও এই বিশেষ মাধ্যমকে কাজে লাগানো যেতে পারে। ছোট থেকেই অনেকে তাঁদের সন্তানকে ছবি আঁকার ক্লাসে ভর্তি করিয়ে দেন। সেখান থেকেও একটি ভালোলাগা তৈরি হয় একরত্তি খুদেদের। কোন কোন ছবি আঁকায় হাত পাকাতে পারে সে? এই প্রতিবেদনে তেমনই কয়েকটি আঁকার কায়দার হদিশ দিচ্ছেন চিলড্রেন আর্ট মিউজিয়ামের সহপ্রতিষ্ঠাতা কৃষ নায়াল। (Freepik)
3/6আধুনিক ছবি আঁকার কায়দার মধ্যে ক্যারিকেচার ড্রয়িং ও কার্টুন ড্রয়িং বেশ বিখ্যাত। ছোট থেকেই শিশু কার্টুন দেখতে ভালোবাসে। তার আঁকার হাতে যদি সেই ছবিগুলিই ফুটে ওঠে, তবে এর থেকে সুন্দর আর কী হতে পারে। এই নিয়ে ভবিষ্যতে এগিয়েও যেতে পারবে সে। (Freepik)
4/6আঁকার কায়দাগুলির মধ্যে আরও দুটি বিখ্যাত কায়দা হল ফিগার ড্রয়িং ও লাইন ড্রয়িং। উঁচুদরের শিল্পীরা বলেন, একজন আঁকিয়ের দক্ষতা ফুটে ওঠে তাঁর রেখা আঁকার দক্ষতায়। ফিগার আঁকার ক্লাস করলে ছোট্ট খুদের আঁকায় আরও নিখুঁতভাব ফুটে উঠবে। লাইন ড্রয়িং দিয়েই ছবি আঁকা শুরু হয় শিশুর। তাই এই ব্যাপারে হাত পাকানো প্রথমেই জরুরি। (Freepik)
5/6নানারকম ড্রয়িং-এর মধ্যে স্কেচ ড্রয়িং-এও শিশুর আগ্রহ ফুটিয়ে তোলা যেতে পারে। যেকোনও বস্তু বা মানুষের স্কেচ আঁকায় হাত পাকালে একরত্তি খুব তাড়াতাড়ি আঁকা শিখে ফেলতে পারবে। এতে বিভিন্ন প্রতিযোগিতার জন্য বিষয় বেছে ছবি আঁকতেও তার সমস্যা হবে না। (Freepik)
6/6সাধারণ ড্রয়িং-এর পাশাপাশি চারকোল ড্রয়িং-এর মতো শৌখিন আঁকাতেও উৎসাহ দিন খুদেকে । একটু ছকের বাইরে বেরিয়ে ছবি আঁকলে তারও নতুন জিনিস শেখা হবে। একইসঙ্গে একটু রোজকার রুটিনেও বদল আসবে। তবে ক্ষতিকর রঙ যেন সে মুখে না দেয়। সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা জরুরি। (Freepik)