ব্রেস্ট ক্যানসার (Breast Cancer), রোগটি যে শুধুমাত্র মহিলাদের হতে পারে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। জানলে অবাক হয়ে যাবেন, ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হতে পারেন পুরুষরাও। কীভাবে এই ক্যানসারে আক্রান্ত হন পুরুষরা? কীভাবে রক্ষা পাওয়া যায় এই বিপদ থেকে?
গত বেশ কয়েক বছরে পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের প্রবণতা ভীষণভাবে বেড়েছে। পুরুষদের স্তনের টিস্যুতে যখন ক্যানসার কোষ তৈরি হয়, তখনই হয় ব্রেস্ট ক্যানসার। বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ একেবারেই দেখা যায় না, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই।
(আরও পড়ুন: করন জোহর কি রোগা হতে ওজেম্পিক খাচ্ছেন? এটি খাওয়া কি ভালো)
ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ তেমন ভয়ংকর হয় না বলেই পরবর্তীকালে যখন ধরা পড়ে তখন অনেকটাই দেরি হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে আবার উপসর্গ বোঝা গেলেও তা উপেক্ষা করে যান অনেকেই। মোটামুটি ৬০ থেকে ৭০ বছরের পুরুষদের মধ্যে এই ক্যানসারের আশঙ্কা বেশি লক্ষ্য করা যায়। যদিও যে কোনও বয়সেই এটি হতে পারে, তবে প্রথমে ধরা পড়ে গেলে নিরাময় সম্ভব।
স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ
স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি হল স্তনের আকার পরিবর্তন, বুক বা বগলে ব্যথাহীন মাংসপিণ্ড অনুভব করা, বুকে অথবা বগলে কোনও ফোলা ভাব থাকা, স্তনের মধ্যে কোনও বড় পিণ্ড দেখতে পাওয়া, স্তন বৃন্ত থেকে রক্তক্ষরণ বা ত্বকে আলসার হওয়া।
(আরও পড়ুন: বিরল রোগের শিকার দেশের প্রধান বিচারপতির দুই কন্যা, কেন হয়? কী কী লক্ষণ)
কেন হয় পুরুষদের স্তন ক্যানসার
পরিবারের কারোর পূর্বে ক্যানসার হয়ে থাকলে, ইস্ট্রোজেন নামক হরমোনের তারতম্য ঘটলে হতে পারে স্তন ক্যানসার।
স্তন ক্যানসারের নিরাময় কীভাবে সম্ভব
স্তনের টিস্যু অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অপারেশনের পর কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপির মাধ্যমে রোগীকে সুস্থ করা যায়।