আজব কাণ্ড ঘটারও তো একটি সীমা আছে! এমনটা মনে হলেও মাঝে মাঝে আজব কাণ্ড বাঁধ ভেঙে দেয় কল্পনার। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে এক ব্যক্তির সঙ্গে। তাঁর পায়ের ডগাতেই ডিম পেড়ে পালাল মাকড়সা। প্রথমে কিছুই বুঝতে পারেননি আক্রান্ত ওই ব্যক্তি। পরে টের পেতেই রীতিমতো তাজ্জব বনে যান। দ্রুত ছুটে যান চিকিৎসকের কাছে। এমন ঘটনায় রাগবেন না কাঁদবেন তা বুঝে উঠতে পারেননি ওই ব্যক্তি।
(আরও পড়ুন: দুধের সঙ্গে ভুলেও এই ৫ খাবার নয়! পেটের ঝামেলা ভোগাবে)
সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনের কলিন ব্লেকের সঙ্গে। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন একটি ছুটিতে। ফ্রান্সের মার্সেইল নামের স্থানে ঘুরতে যান ওই যুগল। সেখানে গিয়েই তিনি দেখতে পান তাঁর পা ফুলে যাচ্ছে। ফুলে বেগুনি রং হয়ে গিয়েছে রীতিমতো। বিবিসি-র রিপোর্ট অনুযায়ী, পায়ের মধ্যে নাকি একটি ডিম ফুটে বাচ্চাও বেরিয়েছে। কারণ গোটাটাই ঘটেছে চামড়ার ভিতর!
এই ঘটনা দেখামাত্রই চিকিৎসকের কাছে ছুটে যান কলিন ব্লেক। সেখানে চিকিৎসকের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন পেরুভিয়ান মাকড়সার কথা। পেরুভিয়ান মাকড়সার কামড় থেকেই এমনটা হচ্ছে। শুধু তাই নয়, পায়ের বুড়ো আঙুলের ভিতর ডিম পেড়েছে ওই মাকড়সা। এমন ঘটনা শুনে রীতিমতো আঁতকে উঠতেই হয়। প্রথমে সেই কামড়কে অন্যকিছু বলেই ভেবেছিলেন চিকিৎসকরাও। কলিন প্রচণ্ড পা ঘষতেন অস্বস্তি কমানোর জন্য কিন্তু তাতে কোনও রেহাই হয়নি। শেষ পর্যন্ত জানা গিয়ছে, সেটি একটি মাকড়সার কামড়।
(আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৯৯টি পানশালা ভ্রমণ! গিনিস বুকে নাম উঠল এই দুই বন্ধুর)
ডাক্তারি পরীক্ষার সময় তাঁর বুড়ো আঙুলের ওই অংশ কাটা হয়। চা-পাতার রসের মতো কিছু একটা বেরিয়ে আসতে দেখা যায়। পরে বোঝা যায়, সেটি আসলে মাকড়সার ডিমের অংশ। এর পর যত ফোলাভাব কমতে থাকে, ততই দাঁতের দাগ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে।
এই ঘটনার কয়েকদিন পর ঘটে যায় আরও একটি তাজ্জব ঘটনা। পায়ের ক্ষতস্থান থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট মাকড়সা। যা দেখে রীতিমতো চমকে ওঠেন কলিন। তবে চিকিৎসকের কথায় এটাই স্বাভাবিক। কারণ পায়ের ভিতর ডিম পেড়েছে ওই মাকড়সা। এখন সেটা ফুটে একে একে বাচ্চা বেরোচ্ছে। তবে এটি আটকাতে নানারকম চেষ্টাও করছেন চিকিৎসকরা। আপাতত অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কলিনকে।